কবিতা ।। অবসর, অবসাদ এবং ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। অবসর, অবসাদ এবং ।। প্রতীক মিত্র

 


কালের দেওয়ালে হিজিবিজি লেখাগুলো ঝাপসা হয়ে যায়।
সরিসৃপ যখন সেই দেওয়ালে চলে
সে কি বুঝতে পারে 
সে উপরে ওঠে
না নিচে নামে?
মাথার নিচে বালিশের বদলে
প্রশ্নের সৃষ্ট যানজটে
ক্রশিংএর মোড়ে
কোন গান শোনা যায়?
নিয়ামকের ঠোঁটে 
আপোষ হেলায় দাবা খেলে।
আমি ফিরে আসি অভিধানে
ছায়াপথের মুখোমুখি আবার।
পটভূমির বেলায় সন্ধ্যের শঙ্খধ্বনি থাক আয়োজনে,
কখন যে সার্থকতায় পাশ কাটিয়ে এগিয়ে যাবে মাসকাবার?
 
============= 

 
প্রতীক মিত্র
কোন্নগর-712235, হুগলী, পশ্চিমবঙ্গ






No comments:

Post a Comment