দুটি কবিতা ।। সোমা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

দুটি কবিতা ।। সোমা মজুমদার

 

পড়ে থাকা ইচ্ছেরা

আঘ্রাণের আলোআঁধারি রাত, জামগাছের মাথার উপর একফালি চাঁদ হৃদয়ের নিভৃত ক্যানভাসে এঁকে দেয় ভাললাগার জলছবি। 
দূরের কোন ঠিকানা থেকে ভেসে আসে উদাসী গানের সুর, ছায়াপথ ধরে ইচ্ছেরা হেঁটে যায় নক্ষত্রের দেশে...। সারারাত চাঁদ আর ইচ্ছেরা রুপকথা লিখে লুকিয়ে। কতো ইচ্ছে পাখি হয়,  কতো ইচ্ছে নিশীথের সুগন্ধি কতো ইচ্ছে উড়ে গিয়ে ঠিকানা খুঁজে সূদুরে...। 
তবুও কিছু ডানাঝাপটানো ইচ্ছে তোমাকে ভালবাসার তীব্র আকাঙ্ক্ষা বুকে আগলে পড়ে থাকে মেঝেতে ঝরে পড়া কৃষ্ণচূড়ার অভিমান হয়ে।,


 মন চায় কিছু চিঠি জমুক 


দীর্ঘ জ্বরে শরীর জুড়ে অচেনা মনখারাপ,  কি বৃষ্টি কি রোদ আমার আর কিছুই সহ্য হয় না,  বিকেলের বাতাস আর কবিতা কবিতা গন্ধ ছড়ায় না,  শীতের 
দাপটে জরাজীর্ণ গাছ,  মনচায় কিছু চিঠি জমুক ডাকবাক্সহীন ঠিকানায়। 
 
=====================
সোমা মজুমদার, হাইলাকান্দি, আসাম। 





No comments:

Post a Comment