কবিতা ।। ভালো থেকো বাংলাদেশ ।। জীবনকুমার সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। ভালো থেকো বাংলাদেশ ।। জীবনকুমার সরকার



হিংসায় যেন পুড়ে না যায় তোমার শরীর 

নানুয়াদিঘির আগুনের সামান্য শিখা

তোমার নরম তুলতুলে শরীরে জড়ানো মুক্তিযুদ্ধের

চাদরকে পোড়াতে পারবে না,

প্রিয় বাংলাদেশ 

তুমি ভালো থেকো। 


মুক্তিযুদ্ধের চেতনা তোমার হৃদয়ে

আজকের কুমিল্লাই তোমার পরিচয় নয়।

কুমিল্লা মানে আমাদের কাছে -------

ধীরেন্দ্রনাথ দত্তের জন্মভূমি 

শচীন দেববর্মনের মাটি, আর 

কবি নজরুলের পদচারণায় স্নাত দেশ 


প্রিয় বাংলা নামের দেশ 

আজও শহিদ মিনার মাথা উঁচু করে 

দাঁড়িয়ে আছে বাহান্নর ঢাকায়। 

শাহবাগে ফোটে থোকা থোকা বাংলাদেশ 

পদ্মা-মেঘনা- বুড়িগঙ্গার জলে সংসার পেতে আছে 

বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বজ্রকণ্ঠ 


প্রিয় বাংলাদেশ,

তুমি ভালো থেকো

এপারেও আমরা হৃদয়ে রেখেছি 

                             লালন আর রবি। 

 

------------------------------------------------------

 

Jiban Kumar Sarkar 

Paraspathar Apartment

3 No. Govt. Colony

 English Bazar 

Malda 

Pin: 732101


                        






No comments:

Post a Comment