কবিতা ।। পিপাসা ।। শ্রীলক্ষ্মণ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। পিপাসা ।। শ্রীলক্ষ্মণ

 


সকালের আবির রাঙা রোদ্দুর হুড়মুড়িয়ে
আছড়ে পড়ে তৃষ্ণার্ত বুকের উপর 
শিশির ভেজা রাত মনের আয়নাকে 
একটু  একটু করে বিঁধছে রুক্ষ্ম হাতে ।
বিবাগী সাহস হাজারও ভিড়ের ফাঁক থেকে
তুলে নিচ্ছে এক মুঠো ধূসর বাতাস ।
সাদা পাতায় ফুটে উঠছে অজস্র দাগ আর দাগ
চাওয়া পাওয়ার বাতুলতা মিটে যাচ্ছে কঠিন শব্দের জালে

পৃথিবীর শত জঞ্জাল টানতে টানতে 
ওরা অনেক নীচে নেমে পড়েছে ।
এক আঁজলা আগুনে ভিজিয়ে নিচ্ছে গলা
আলোর রোশনাইয়ে বাড়ছে বেওয়ারিশ ক্ষুধা 
আর চাতকের স্বর ক্ষীণ হতে আরো ক্ষীণ
শুধু রুগ্ন দেহ জুড়ে খিল খিল করে হেসে চলেছে
মধ্যগগনের তেজালো সূর্য
রঙিন সানগ্লাসে আগ্রাসী চোখ ঝলসাতে ঝলসাতে
হারিয়ে যাচ্ছে ভূমির অতল হতে আরো অতলে....
 
=======০০০=======


No comments:

Post a Comment