কবিতা ।। সকালের কথারা ।। মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। সকালের কথারা ।। মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

আজ যে কথাগুলো মাথার ভিতর কিলবিল করছে
একুরিয়ামের রঙিন মাছ সেগুলো শোনার চেষ্ঠায় আছে।
আমি খুব সতর্ক আছি প্রয়োজনে তিস্তার জলে ডুব দিয়ে সেগুলো জিইয়ে রাখবো।
ফিঙে পাখি রোজ কাচের জানলায় ঠকঠক করে
ভোরের আলো ফুটতে ফুটতে ঘুম ভাঙিয়ে দিচ্ছে
দোয়েল ও শীষ দিতে থাকে ।
আমি বলি ওরে আজ একটু পরে উঠি ,
আজ অফিসের তাড়া নেই।
কিন্তু কে কার কথা শোনে ।
বরঞ্চ থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় এক চিত্রনাট্য চলে।
খোল কত্তাল নিয়ে যে সব গোঁসাইরা নগর পরিক্রম করছে
সেই হরে
কৃষ্ণ বিছানায় শুয়ে সব জোর হাত কপালে ঠেকাচ্ছে।
ভোলার মা চান করতে নেমে কিছু গেরী গুগলি, আর শাপলা তুলে ভিজে কাপড়ে বাড়ি ফিরছে।
সাইকেলের বেলের আওয়াজে রাস্তার পাশে সরে যেতে
পায়ে পায়ে কাপড় জড়িয়ে যাচ্ছে।

========০০০========

No comments:

Post a Comment