বাংলা মায়ের কবিতা ।। অবশেষ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

বাংলা মায়ের কবিতা ।। অবশেষ দাস




এপার ওপার কে বলেছে ? ভুল হয়েছে খুব
পান্ছি পবন পানির কাছে সীমান্ত দেয় ডুব।

এপার ওপার কাঁটার বেড়া, সব ডুবে যাক জলে
বিভেদ প্রাচীর হানাহানি নামুক অস্তাচলে।

ইতিহাসের পাতায় পাতায় রক্ত লেগে আছে
তোমার আমার বিবেক যেন সেই আলোতেই নাচে।

রবিঠাকুর, কাজী নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়
এই বাঙালি সমবেত এক সুরে গান গায়।

গঙ্গা নদী পদ্মা নদী চোখে কাজল পরা
অজস্র সব মূর্ছনাতে বঙ্গ-হৃদয় ভরা।

এপার ওপার কে বলেছে ? ভুল হবে না আর
বুকের ভেতর চলকে ওঠে, যন্ত্রণা বারবার।

কলকাতা বা ঢাকা শহর তফাৎ শুধু নামে
এই বাঙালির রক্ষাকবচ জীবন মরণ দামে।

লাশের গন্ধে শহর কাঁদে, গ্রামের চোখে জল
জোড়া বাংলা সন্ত্রাস আর হিংসা বিহ্বল।

এক আধবার নয়, বারেবারে ভাগাভাগির খেলা
ভাগের নামে একটা জাতির গভীর অবহেলা।

কাদের জন্যে কী প্রয়োজন, আমরা বলির পাঁঠা
অনেক হলো ভাগের নাটক, আর নেবো না কাঁটা।

আমরা কাঁদি তোমরা কাঁদো , বাংলা এখন জেগে
ক্ষতবিক্ষত অজস্র দাগ মায়ের গায়ে লেগে।

এপার বাংলা ওপার বাংলা, মিথ্যে ভাগাভাগি
পন্ছি পবন পানির মতো মুক্তি অনুরাগী।

এপার ওপার কে বলেছে ? ধরবো এবার কাকে ?
আমরা মায়ের সোনার ছেলে , করবো না ভাগ মাকে।

No comments:

Post a Comment