ছড়া ।। শীত এসেছে ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

ছড়া ।। শীত এসেছে ।। রঞ্জন কুমার মণ্ডল



শীত এসেছে হিমেল হাওয়া,গাছের পাতা ঝরে,
কুয়াশা চাদর পথকে ঘিরে,জড়িয়ে আদর করে।

শীত এসেছে গ্রামগঞ্জে মেলাতে বেশ মাতামাতি,
দু'এক দিনের ছুটি পেলে কাছে পিঠে চড়ুইভাতি।

শীত এসেছে নলেন গুড় খেজুর রসে ভর্তি হাঁড়ি,
হলুদ মাখা সরষে ফুলে মধুব্রত'র ওড়াউড়ি।

শীতএসেছে মজা দারুণ, খেজুর রসের পায়েস,
ছগরী চিতুই রসের বড়া খাওয়াতেই মজা  বেশ!

শীত এসেছে ঠাণ্ডায় মোজা টুপি মাপলার চাদর,
ভোরবেলা আগুণ জ্বালা,খাওয়া তাপের আদর।

শীত এসেছে হৈমন্তী ধান,চাষীর  উঠোন ভরে,
নতুন ধানের মহোৎসব তো বাঙলার ঘরে ঘরে।

শীত এসেছে দারুণ মজা, হেসে চলে শীত খন্দ,
উঠলে আমন বোরো চাষ শুরু বুননেই তার ছন্দ।

শীতে এসেছে ট‍্যাংরা হাজির,পার্সে, খলসে পুঁটি,
শিঙি মাগুর কই হাসে খুব,পাঁকালের খুনসুটি।

শীত এসেছে মাঠে মাঠে, ফুলের চাষযে রকমারি,
নয়নলোভা ফুলেরশোভা সুবাসেতে বাতাসভারি।

শীত এসেছে দারুণ মজা সাগরমেলায় পুণ‍্যস্নান,
জয়নগরের মোয়া সাথে,বড়দিনের কেকের গান।

=====০০০=====


 
রঞ্জন কুমার মণ্ডল 
সারাঙ্গাবাদ,মহেশতলা (ওয়ার্ড নং-35)
দক্ষিণ ২৪পরগণা, পিন-৭০০১৩৭



No comments:

Post a Comment