কবিতা ।। এই কি জীবন! ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। এই কি জীবন! ।। অশোক দাশ

এই কি জীবন!

অশোক দাশ


আমরা এখন ব্যস্ত সব সময়
সময়ের সাথে পাল্লা দিয়ে শুধুই ছুটছি,
ক্লান্তিহীন দৌড় -দৌড়
                      স্বপ্নের   সন্ধানে   ঘুরছি। 

আত্মীয় বাড়ি যাবার সময় নেই,
দু'দণ্ড কথা বলার অবকাশ নেই,
প্রতিবেশীর সাথে দূরত্ব দিন- দিন
                                 বেড়েই চলেছে।
কেউ কারো খোঁজ রাখে না,
পাশের ঘরের মানুষটা কেমন আছে
                               খোঁজ রাখি না,
মরে -পচে  ‌দুর্গন্ধ   না   আসা   পর্যন্ত
                            ভ্রুক্ষেপ থাকে না।

আত্মকেন্দ্রিকতার বদ্ধ খাঁচায়,
                     সুখের অন্বেষণে,
নিত্য   শুধু   দৌড়  আর  দৌড়।
আকাশচুম্বী স্বপ্ন পূরণের প্রত্যাশায়
                    আত্ম সর্বস্ব অভিযান।

সত্যের নামাবলী  গায়ে মিথ্যার বেসাতি
                    আর কতকাল চলবে! 

এই কি জীবন!
একে কি বেঁচে থাকা বলে!!
মনুষ্যত্বের সংজ্ঞা কি পাল্টে যাচ্ছে?
মানুষের আভিধানিক অর্থের কি বদল ঘটবে??
 
======০০০======
 

 
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত

No comments:

Post a Comment