জীবন এক
লাবণী পাল
জীবন জুড়ে অজস্র ঘর -
বিশাল পাতায় সুডোকুর ছক।
জন্ম থেকেই চোখে চশমা, হাতে পেন্সিল,
এক মেলাবেই।
অনেক কিছু সম্ভাবনা, হাজার দিকে পা বাড়ানো
কোনটা ভুল আর কোন টা বা ঠিক ?
কোন টা জীবন বদলে দেবে ?
কোনটা পেলে স্বপ্নপূরণ ?
হাজার প্রশ্ন, হাজার ছবি
মিলতে নারাজ সরলরেখায়।
আবার শুরু কাটাকুটি খেলা,
এক - তিন - নয় সুডোকুর ছক।
No comments:
Post a Comment