কবিতা ।। শিশির ।। রোহিত কুমার সরদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। শিশির ।। রোহিত কুমার সরদার

  শিশির 

রোহিত কুমার সরদার


দুএক ফোঁটা চুকিয়ে দেনা বসত গড়ি ঘাসে 
হিমকন্থার অমনিবাস নতুন ধানের গন্ধ ভাসে। 

ঘুমিয়ে পাড়া মশাল ছাড়া আমাদের জনসভা 
চুমকুড়িতে চিত্র আঁকা মুগ্ধ মনোলোভা। 

ছড়িয়ে দানা মুক্ত কণা কুয়াশার চাদরে
জাহাজ বোঝাই শীতের পরশ ভিড়েছে বন্দরে। 

তমসাতে চুপকথারা নিঃশব্দে দুঃখ নামে যেমন 
মৌসুমি মন জাগলো ঊষা ক্ষণজন্মা করেছি সমর্পণ। 

…...........................................................................
 
 
 
রোহিত কুমার সরদার 
ক্যানিং,     দক্ষিণ ২৪ পরগণা 



No comments:

Post a Comment