কবিতা ।। চিৎকার ।। সায়নী ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। চিৎকার ।। সায়নী ব্যানার্জী

চিৎকার
সায়নী ব্যানার্জী

 

একাকিত্বের চাবি দেয়া এক ঘর
ভাঙাচোরা মন ছড়িয়ে চারদিকে,
দল বেঁধে যতই হোক জোড়ালো সভা-
দেখি- মুখ্য বিষয় আদতে বড়ই ফিকে l

বুকের কাছে নিঃশ্বাস নেয় ঝড়,
উড়ন্ত পাখির ঠিকানা ভোলার ভয়-
তুফান এনেছে একহাত মুঠো বালি,
সব হাওয়ার মানে শরীর ভেজানো নয় l

মুখোমুখি ধোঁয়া ওঠা কফি কাপ,
আসলে তারাও ভীষণ রকম একা-
হাজার কথায় আসল কথা মৃত,
মনের ভার অভিমানী একরোখা l

চাবি দেয়া কোনো মাদুর বিছানো ঘর,
স্তব্ধতাগুলো নিংড়োতে ছুটে আসে-
কোলাহল সব ফিকে হয়ে যায় চোখে,
রোদ ছুঁয়ে যায় জীবন্ত কোনো লাশে l

একা ! একা ! এক ভয়ানক চিৎকার,
শহরের গলা ফাটে, তাকায় না কেউ ফিরে-
বিষন্নতা ঠিক ঠিকানা খুঁজে নেয়
কড়া নাড়ে এসে সহস্র কোটির ভিড়ে।

------------------- 

 সায়নী ব্যানার্জী

No comments:

Post a Comment