একটি সত্যি প্রেমের কবিতা ।। সান্ত্বনা ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

একটি সত্যি প্রেমের কবিতা ।। সান্ত্বনা ব্যানার্জী

      

একটি সত্যি প্রেমের কবিতা 

        সান্ত্বনা ব্যানার্জী 

     
       প্রেমের কবিতা লেখা হয় নি তেমন,
       বহুদিন পর এক বর্ষা মুখর দুপুরে
       বৃষ্টির ছাঁট জানলার কাচে রাখা গাল
       ছুঁয়ে গেলে , মনে পড়ে যায় সিঁড়িতে        
        ওঠানামার সময় চকিতে ছুঁয়ে দেওয়া
        আমার গাল আলতো করে.......!
        ট্রেনের কামরায় হটাৎ দেখা হতেই
       সেই আনন্দ মাখা সরল হাসি যেন
        মিশে যায় রিমঝিম বৃষ্টি ধারায়!
        একই ছাতার নিচে নিবিড় বাহু বন্ধনে
        ঝম ঝম বৃষ্টিতে ভিজতে ভিজতে
         বাড়ী ফেরা!আর ঘরে এসে সযত্নে
         মুছিয়ে দেওয়া সিঁথি থেকে গলে গলে
         নেমে আসা সিঁদুর, আমারই ভিজে 
         আঁচল দিয়ে!তখনই!তখনই আমার
          স্মৃতি গুলি মোমের মত নরম হয়ে
          ঝরে পড়ে কবিতার খাতার পাতায়!                  


No comments:

Post a Comment