প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

কালো চুলের জলপ্রপাত বেয়ে
রেড ওয়াইনের গ্লাসে হাবুডুবু খাই
ওয়াইন ভেজা শরীরে
অতিক্রম করি উষ্ণ মরু
তোমার বালিয়াড়ি
আমার ওয়াইন ভেজা শরীরে
তৃষ্ণা জাগায়
মরুশিখরের চূড়া স্পর্শ করে
খুঁজে পাই
মরুদ্যানের আর্দ্রতা
নামতে থাকি
পাদদেশের সমতল বেয়ে
সমতলের গভীর ঘুর্নাবর্তে
তলিয়ে যেতে থাকি
সংঘর্ষে শান্তি খুঁজে পাই
জীবনের সূচনা-পথে
সেদিন পরিস্থিতি অন্যরকম ছিল
মুঠোফোনে আবেগ ভরে দেওয়ার
প্রশ্রয় ছিল
দেখা হত নিয়মিত পঙ্গপালে
সেদিন পরিস্থিতি অন্যরকম ছিল
আবেগের বিছানায় রাত ভোর করা
নিয়ম ছিল
প্রতিরাতে ভিজতাম জ্যোৎস্নার জলে
এখন জীবনজোড়া অমানিশা-কালো
জ্যোৎস্না হারিয়ে গেছে বহুকাল হলো
এখন অভিসারে সন্ত্রস্ত মন
অধরা সে আনন্দ আজ নিষিদ্ধ এখন
সম্ভ্রমের দূরত্বে দুর্লঙ্ঘ ব্যবধান
অনুচ্চারিত সতর্কে প্রেমিক সাবধান
অনুচ্চারণ যেদিন অনুরণিত হলো
সেদিন পরিস্থিতি অন্যরকম ছিল
=====০০০=====
সৈকত গোস্বামী
৫এ/১৭ শান্তি পথ
সি জোন
দুর্গাপুর- ৭১৩২০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন