Featured Post
গল্প ॥ আজও সে কাঁদে ॥ স্তুতি সরকার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আজও সে কাঁদে
স্তুতি সরকার
৩২ পার্টি দাঁত বার করে হাসতে চাইলো পুঁচকু। দিদির ছোটো ছেলেটা। ২ বছর বয়স হতে চলল। এখনো কথা বলতে পারেনা।ফরসা, রোগা, হাড়গিলে চেহারা মামন পুঁচকুকে কোলে তুলে নিতে যেতেই ও রোগা হাড় গিলগিলে প্যাঁকাটিসার হাত দুটো দিয়ে মাসীর হাতটা জড়িয়ে ধরে মাসীর কোলে ওঠার চেষ্টা করলো।
এই ছেলেটা জন্মাবার পরে দিদির কি সব স্ত্রী-রোগে ধরলো। রোগে ভুগতে ভুগতে আর সেরে উঠলো না। গত ২ মাস আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। পিছে ফেলে রেখে গেলো স্বামী আর বাচ্চা বাচ্চা ২ পুত্রকে। বড়োটার বয়স ৩ বছর ৯ মাস। সোনাই যার আদরের নাম। ছোটোটাকে আদর করে পুচকু বলে ডাকে।
মামনের একটা লাভার ছিলো- তারও কিছু জীবনের উদ্দেশ্য ছিলো - বাঁচবার আনন্দে বাঁচবার ইচ্ছে ছিলো। কিন্তু জামসেদপুরে দিদির বাচ্চা ২ টো কে দেখে সবই কেমন যেনো ওলোট পালোট হয়ে গেলো- বুকের মাঝখানের খানিক পাকধরা চুলে মাথা রেখে সেখানেই মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে কতোদিন মামন - তার না পাওয়া সব যন্ত্রণাকে নিয়ে .. কোনো কথাই সে বলে উঠতে পারেনি সৌরদীপকে।
=======সমাপ্ত=====
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন