তিনটি কবিতা ।। সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

তিনটি কবিতা ।। সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়

 

তিনটি কবিতা ।। সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়

 

এই অবকাশে

এই অবকাশে
শরৎ নাহি হাসে
কোথায় শিশির
কোথায় শিউলি
মা যে কাঁদে কৈলাশে
অসুরেরা হাসে আশেপাশে
আর কত সইবো মা
বাঁচার যে আর সাধ থাকেনা
মুখে দিয়ে ঠুলি
হাতে ভিক্ষার ঝুলি
কি দিয়ে পুজবো তোরে
আয় মা ত্রিশূল ধরে।।

ঘুমাও

সুতরাং ঘুমাও সোনা
একদম চোখ খুলোনা
ভয়টা বেঁচে থাকলে
মৃত‍্যুবীজ মহীরুহ হলে
তুমিও চিরশান্তি পাবে
রাজাও সুখে সম্বৃদ্ধিতে রবে।।

অভিজ্ঞতা

অবিজ্ঞেরা যা বলে তা বলে
অভিজ্ঞেরা কিন্তু বলে
বহতি গঙ্গায় গা ভাসাও
দিনশেষে গঙ্গাজল ছিটাও
সুখনিদ্রায় যাবে তাহলে।।

=============

No comments:

Post a Comment