কবিতা ।। নীলাঞ্জনা তোমায়… ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। নীলাঞ্জনা তোমায়… ।। তপন মাইতি

 

নীলাঞ্জনা তোমায়…

তপন মাইতি


বলতে বলতে একত্রিশটা শরৎ চলে গেল
দেখতে দেখতে কত হেমন্ত শীত চলে গেল
তবুও কোথায় যেন নিঙড়ে আনি আশৈশব
মুখ থেকে ঝরে পড়ে প্রতিবাদী নীল জেহাদ
এখন আমরা বিপরীত ঝুলন্ত সাঁকোয় দুলছি।

শীতের রোদকে সবাই কাছে পেতে ভালোবাসে
গল্পটা জেনেছি বুঝেছি বারো বছর পর
ভেসে ওঠে মাঠে একটি খেসারী ফুলের মুখ
আকাশের একটু নীল রেখে গেলাম তোমার হাতে
ফুরফুরে শীত আর নিজস্ব নির্জনতার নীল শখ
হয়তো এরচে'ঢের বেশী দিতে পারে অনেকেই
খটমট, চমক ,থমকে, খটকা লেগেছিল বোধহয়
'এইটুকু নীল দিয়ে বুঝি ও কী বলতে পারে…
আমি আলপথ ধরে হাসতে হাসতে চলে গেলাম
বলে গেছি সুন্দর এই পৃথিবী ভালো থেকো
নীলাঞ্জনার মতো এক বুক ভালোবাসা নিয়ে।
 
================

No comments:

Post a Comment