স্বাধীন
প্রবোধ কুমার মৃধা
এক দল ছেলে মিলে
তে-মাথার মোড়ে।
বৃষ্টিতে জমা জলে
উল্লাসে হোড়ে।
কে যে কা'র ঘাড়ে পড়ে
যায় নাকো বোঝা,
কা'র বাড়ি কোন পাড়া
চেনা নয় সোজা।
রোগা রোগা কালো কালো
বিচ্ছু বিষম,
চোখে লাগে সব যেন
একই রকম।
দূর থেকে মজা দেখে
কিছু নাহি বলে ,
সকলেই জানে ওরা
বস্তির ছেলে ।
উৎসব আসে যায়
ওদের জীবনে।
বড়ো কিছু হেরফের -
ঘটে না সেখানে ।
হয়তো বা দুটো দিন -
কিছু খানাপিনা,
আবার আস্তাকুঁড়-
স্থায়ী সে ঠিকানা ।
===========================
প্রবোধ কুমার মৃধা ।। গাববেড়িয়া, পোঃ ঢোষা, জয়নগর, দঃ ২৪পরগণা।
অসংখ্য ধন্যবাদ।
ReplyDeleteKhub sundor
ReplyDeleteভালো
ReplyDeleteঅনেক সুন্দর হয়েছে
ReplyDelete