কবিতা ।। রক্তকরবী ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। রক্তকরবী ।। অশোক দাশ

 

রক্তকরবী

অশোক দাশ


ছাই চাপা আগুন জ্বলে দাউ- দাউ
মরা নদীতে জোয়ার বান,
যন্ত্রনার যৌবনে ক্রোধের বিস্ফোরণ
উদাত্ত কণ্ঠে জাগরণের গান।

ভয় ভাঙা বুকে জাগছে সাহস
ঠোঁটের   কোনে   হাসি,
আবার     ফুটবে     রক্তকরবী
নির্ভয়ে     বাঁচবে   নন্দিনী।

মেঘে   ঢাকা   সূর্য   দিচ্ছে   উঁকি
সোনাঝরা রোদ্দুর গায়ে মেখে,
আশার   আলো   জ্বলছে   বুকে
স্বপ্ন     রঙিন    হবে।
 
============

অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া,পশ্চিমবঙ্গ,ভারত




No comments:

Post a Comment