কবিতা || বাবার প্রতি || পশুপতি দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা || বাবার প্রতি || পশুপতি দত্ত

বাবার প্রতি

পশুপতি দত্ত


আমার বাবা তোমার বাবা
বাবার আবার জাত হয় নাকি;
পরম শান্তির শেষ ঠিকানা
সে তো কভু দেয়না ফাঁকি !

সেইতো মোদের বটবৃক্ষ সম
তার ছায়াতে বসে,
অপার সুখে হারিয়ে যায়
থাকলে পাশে পাশে !

ভেবো না বাবাকে তিনি 
শুধু অর্থের যোগানদার,
মা লুটায় তার মমতা যত
বাবার স্নেহ যে অপার !

সারাদিন হাড় ভাঙ্গা খাটুনির পরে
হাসিমুখে বাড়ি ফেরা,
সন্তান তার চোখের মণি 
তিনি দুঃখ লুকোতে সেরা !

যে শুধু দিয়েই গেল
চোকাব কেমনে ঋণ,
বাবার দুঃখের কারণ হব 
যেন এমন আসে না কোনদিন !

====================

Name - Pasupati Dutta
Vill - Bonbiddi ( Asansol )
P.O - Basudevpur-Jemari
P.S - Salanpur, Dist - Paschim Bardhaman ,PIN - 713335 (WB)



No comments:

Post a Comment