গুচ্ছকবিতা ।। সুব্রত পন্ডিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

গুচ্ছকবিতা ।। সুব্রত পন্ডিত


সুব্রত  পন্ডিতের একগুচ্ছ  কবিতা


আর্ট  গ্যালারি


ট্রাপিজিয়াম  ঘুড়িটি উড়তে উড়তে
হেভেন  গার্ডেনে  হাত বাড়ায়।
অন্য  একটি  ফিশ্ ঘুড়ি  তার স্বপ্ন  খেয়ে ফ্যালে ।

ডারউইন  সাহেব  থিসিস  বের করতেই
যুবতী  লাটাই স্বপ্ন  ছাড়তে  থাকে ...

মাছেদের এখন  প্রজনন কাল চলছে ।


মেঘ সরিয়ে  সরিয়ে  দেখছি মিথ্যের দীর্ঘ  ছায়ারা চুম্বক ক্ষেত্রের পাশে  ঘুরছে ।

চিরস্থায়ী  সংশোধনের বার্তা  জানায়নি হাওয়া অফিস।

সিগনাল  টাওয়ার  জুড়ে  আমার বিষণ ডানা
খসে খসে পড়ছে ...

অন্তত ঝাপটানোর শক্তিটুকুও কেড়ে  নিলে
রাবণের  হাতে  আমার  জটায়ুর দশা!


দু- চোখ  দিয়ে  গিলে খেলে
হলুদ পাতার  মতো ঝরে  যাই...

কখন কী ঘটে  যায়,  কখন কী  ঘটে  যাবে
এই আশঙ্কায়  শেষ  যুদ্ধের সামনে দাঁড়াই।

এখনো যারা গিলে খাচ্ছে,  তাদের  হাড়- কঙ্কাল দুমড়ে  মুচড়ে আমি  রোজ
পুলিশ  ব্যারাকের  সামনে  দাঁড়িয়ে
পাপ ও যন্ত্রণায় বোবা মূর্তি  হয়ে যাই...


সন্দেহের  চোখ  তীক্ষ্ণ  হয়েছে  আসমুদ্র ।

সি. সি.  টিভির ক্যামেরায় ঘুরে ফেরে
মৌলিক  বিষাদ।

গা- বাঁচানো আড়াল  খুঁজি না।

কেননা শয়তানের  মুখোশ  লাগানো বেলুনে
হাওয়া দেওয়ার অভ্যাস  আমার  নেই।


প্রযুক্তির  ট্যুইটারে বাঁকা কথার প্লাবন
নিজেকে  চেনানোর  ছলাকলা।

বিশ্বাস  করো, সহ্য হয় না হলুদ অহংকার।

অন্তর্গত  ক্যানভাসে এঁকে  যাই
বর্ষালিপি, মোছে না  মনখারাপ
মেঘলা আকাশ হয়ে বসে থাকি
না লেখা কবিতার  ভেতর...


বুঝতে পারি বিস্তারিত  হচ্ছে ষড়যন্ত্রের  জাল
উলঙ্গ  হতে  বাকী নেই ভেতরের সাপ
ছোবল আসার আশঙ্কায়  তুলেছি দেয়াল
ছিদ্র - হিংসা যদিও' বা ঢুকে  পড়ে  লোহার বাসরে
হবো ইতিহাস ।

বেহুলার  মান্দাসে লখিন্দর ।



=================
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Subrata  Pandit 
Gopalgonj , Panjarpukur  road 
P.o - Bishnupur
Dist  - Bankura

No comments:

Post a Comment