কবিতা ।। অভিমানী মেঘ ।। অরুণ কুমার দাঁ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। অভিমানী মেঘ ।। অরুণ কুমার দাঁ


অভিমানী মেঘ

অরুণ কুমার দাঁ


অভিমানী মেঘ যে আসে উড়ে
তোর মনের সুনীল আকাশ জুড়ে,
গভীর জমে বৃষ্টি হ'লে তুই
দু'হাত ভ'রে একটু তোকে ছুঁই  ।

মনখারাপের নিবিড় কালো চুলে
চুল বাঁধনি ? সারাদিনের ভুলে,
আঁধার কালো আকাশ দেখো কেমন
বৃষ্টি হ'লে রামধনু দেয় যেমন  ।

নদীর বুকে বন্যা হয়ে পাগলী
ঢেউ তুলে যে একাই শুধু থাকলি,
তোর বুকেতে নৌকা কেমন নাচে
ঝড়-বাদলে হালের মাঝি বাঁচে  ।

পাড় ভেঙে ওই দেখলি শুধু চোখে
হা-হুতাশে কেমন কাঁদে লোকে,
পলিথিনের মত উড়লি বাতাসে
পাগল, পাগল মন যে শুধু হাসে  ।

মন-খারাপে গাছের পাতা নুয়ে
হলুদ-বরণ  দু 'একটি ভুঁয়ে,
শুকনো পাতা বাতাসে আজ উড়ে
মেঘ কাটে না তোর যে মন-জুড়ে ।

==================

 
অরুণ কুমার দাঁ
ভিড়িঙ্গি স্কুলপাড়া (আনন্দ নগর )
দুর্গাপুর -713213
পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ

No comments:

Post a Comment