কবিতা ।। স্রষ্টা ।। বৈশাখী রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। স্রষ্টা ।। বৈশাখী রায়

  স্রষ্টা 

 বৈশাখী রায়

তাদের খুঁজছি, খুঁজেই চলেছি...
মস্তিষ্কের গভীর-গোপন কোণগুলিতে।
তবুও প্রকাশ্যে আসেনি তারা,
শব্দের ভিড় নামেনি হাতে।
চাহিদার প্রাচুর্য! সংখ্যা বাড়ছে খুব...
আমি স্রষ্টা, রচনাই আমার আরাধনা,
সৃষ্টি সাধনা জলাঞ্জলি যাক!
জবরদস্তি প্রতিযোগিতায় নামা।
মনের ভাব প্রকাশ পায় না,
তবুও লেখার স্বাধীনতা। 
অর্থ মিলুক ছাই না মিলুক ,
কঠিন তবু শব্দ খোঁজা। 
কলমে তারা ধরা না দিলে,
মস্তিষ্ক শব্দ ধার করে ।
অনুভূতিরা আপন হয় না,
অন্যের অনুভবে অট্টালিকা গড়া।
উফ! শব্দ মেলানো কঠিন কাজ,
মন এবার শব্দের ছক বাধে।
ব্যস্ততা, সময়সীমা, প্রতিযোগিতার জটাজালে,
স্বতঃস্ফূর্ততা হাঁপিয়ে ওঠে...।।
 
            ___________
 
 
 
নাম-বৈশাখী রায় 
ঠিকানা- ঠাকুরনগর (বণিক পারা)
ডাক-ঠাকুরনগর 
থানা-গাইঘাটা 
পিন-৭৪৩২৮৭



6 comments:

  1. Sundor hoyeche. Keep going.

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ... সঙ্গে থাকবেন 🙏

      Delete
  2. Darun hoyeche babu. KEEP GOING

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ পাশে থাকিস এই ভাবেই ...

      Delete
  3. Proud of u..BEHNA 🥰

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ দাদা ...

      Delete