কবিতা ।। সমাধিস্থ শিশুর কান্না ।। তরুণ মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। সমাধিস্থ শিশুর কান্না ।। তরুণ মান্না


  সমাধিস্থ শিশুর কান্না 

   তরুণ মান্না


   কুয়োতলা গেলেই 
   কান্নার শব্দ শুনতে পাই 
   কুয়োর ভেতর থেকে ভেসে আসে
   এক শিশুর কান্না 
   বালতির ধাতব 'টুং টাং'
   জলের 'ঝপাৎ ছলছল' সব পেরিয়ে।
   মা কুয়ো থেকে জল তুললেই
   বালতিতে উঁকি মারি--
   মাথার চুল অথবা নখ 
   কিংবা ফুসফুস উঠে এসেছে কি না।

   দাফনের পর পিতার যেমন
   কবরের মাটি সরিয়ে 
   সন্তানের মুখ দেখতে ইচ্ছে করে 
   আমারও তেমনি 
   কুয়োর অতলে ডুব দিয়ে 
   দেখতে ইচ্ছে করে কেমন আছে
   বাবার ছুঁড়ে ফেলে দেওয়া
   আমার কবিতার খাতা।
 
..................................................
 
 

Tarun  Manna. 
Vill : Khandalia. 
P.O. : Kalatalahat. 
Via : Falta. 
Dist : South 24Parganas. 
PIN : 743504.

No comments:

Post a Comment