কবিতা ।। স্বাধীনতা মানে ওরা কি জানে ।। চিত্তরঞ্জন সাহা চিতু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। স্বাধীনতা মানে ওরা কি জানে ।। চিত্তরঞ্জন সাহা চিতু

 

স্বাধীনতা মানে ওরা কি জানে

চিত্তরঞ্জন সাহা চিতু


হরিদাসী কামলা খাটে পরের বাড়ী বাড়ী,
বাড়ির সবাই পরপারে দিয়েছে সব পাড়ি।
সত্যি সে কি জানে,
স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার মানে।

ছোট্ট ছেলে বাদাম বেঁচে চলন্ত ট্রেনে ট্রেনে,
কষ্টের এই কসাঘাতে দুঃখ গেছে জেনে,
দুঃখই তার পথে পথে টানে,
স্বাধীনতার সুখটুকু কি একটু সে জানে। 

শখিনা আজ ভুগছে রোগে দেখবে কে আর তাকে,
নেইতো কিছুই তার শরীরে মৃত্যুকে সে ডাকে,
সে কি জানে স্বাধীনতা কি ?
কেমন করে দেখবো তাকে কেমন করে নিই। 

কমল বাবু বিনাদোষে জেল নাকি সে খাটে,
কত্তো বছর হয়ে গেছে কষ্টে নাকি  হাটে,
সে কি বলতে পারে,
স্বাধীনতার মানে কি সে কেন আজ হারে। 

কালু শেখের ভাত জোটেনি আজ হল সাত দিন
ক্ষিধের জ্বালায় ঘুম আসে না মাথা করে চিন চিন,
সে কি জানে স্বাধীনতা আসলে কি হয়,
ভাত জোটবে দু'বেলাতে এবার তো নিশ্চয়।

স্বাধীনতার মানে কি বলতে পারে পাখি,
মুক্ত ভাবে বনে বনে করে ডাকাডকি,
বলতে পারে নদীর সাদা জল,
চলছে ছুটে ইচ্ছে মত ছলাৎ ছলাৎ ছল।

এটাই হলো স্বাধীনতা
দেবে অধিকার শুনবে কথা। 

=====================

No comments:

Post a Comment