কবিতা ।। অন্ধকারের উৎস হতে ।। দীপক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। অন্ধকারের উৎস হতে ।। দীপক পাল


  অন্ধকারের উৎস হতে

      দীপক পাল

 
  খবর আসে কোথা হতে সাবধান সবে সাবধান!
  আসে বুঝি মহাকাল অতি ধীরে সন্তর্পণে সমতলে 
  গলিত বরফ চূড়া হতে আর অবিশ্রান্ত বৃষ্টি ধারায়,
  ফুলে ওঠে সমুদ্র তটরেখা ভেঙে আঘাত করে ভূতলে।
  অতি ব্যস্ত সত্যব্রত প্রিয়জনদের সাথে নিয়ে সাগর তটে
  গড়ে তোলে এক বিশাল জাহাজ সকল প্রাণীর জন্য
  যাতে জন্ম মৃত্যুর ইতিহাস বয়ে চলে অনন্তকাল, সঙ্গে
  তাই নেয় ওষুধি গাছ, তাইতো সে মহান ইতিহাস ধন্য।
  রকমারি প্রনিদের স্থান দিয়ে জাহাজে করে সমারোহ
  এযেন খামখেয়ালী প্রকৃতির বিরুদ্ধে বাঁচার বিদ্রোহ।
  ভেসে চলে জাহাজ গভীর জলরাশির মধ্যে অন্ধকারে
  তুফান ঝড় ঝনঝা বৃষ্টি বজ্রপাত সব উপেক্ষা করে,
  সমুদ্রের বড় বড় মৎস্যরা জাহাজকে ভাসিয়ে রাখে
  শ্রী বিষ্ণুর আদেশে একান্ত ইচ্ছায় প্রাণীরা বেঁচে থাকে।
  প্রজন্মের পর প্রজন্ম প্রাণীরা বংশ রক্ষা করে যায়
  সত্যব্রতেরো বংশ বিস্তার হয় শতাব্দী পরম্পরায়।
  অবশেষে আসে মুক্তি, জন্ম হয় এক নতুন পৃথিবীর
  স্বর্গে আনে সুশাসন সত্যব্রতের বংশধর পুরন্দর
  সুখ শান্তি আসে ফিরে, স্বস্তিতে ভরে দেবতাদের অন্তর।
  অশুভ শক্তি পরাজিত হয় শুভ শক্তির কাছে।
  দেবতারা হয় নতজানু মনু বংশের এই বীর গাঁথায়।
  তাই যুগ যুগ ধরে যেন দেবতার আশীষ ঝরে এ ধরায়।


========================


 
  Dipak Kumar Paul,
  DTC Southern Heights,
  Diamond Harbour Road,
  Block- 8,  Flat - 1B
  Kolkata - 700104.

No comments:

Post a Comment