Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2023 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

 

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

(লেখক ও সম্পাদকীয় দপ্তরের কথোপকথন আকারে)


--কী পত্রিকা?

--নবপ্রভাত।

--মুদ্রিত না অনলাইন?

--মুদ্রিত।

--কোন সংখ্যা হবে এটা?

--বইমেলা 2023।

--কোন কোন ধরনের লেখা থাকবে?

--প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া।

--বিশেষ কোন বিষয় আছে?

--না। যে-কোন বিষয়েই লেখা যাবে।

--শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন আছে?

--না। নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা 12-14 লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি 200শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।

--ক'টি লেখা পাঠাতে হবে?

--মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো।

--ফেসবুক বা অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত লেখা কি পাঠানো যাবে?

--না। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে।

--পত্রিকা কোন সময়ে প্রকাশিত হবে?

--ডিসেম্বর 2022-এর কোন একদিনে।

--লেখা পাঠানোর শেষতারিখ কত?

-- 30 অক্টোবর 2022।

--কীভাবে পাঠাতে হবে?

--মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে।

--লেখার সঙ্গে কী কী দিতে হবে?

--নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।)

--বিশেষ সতর্কতা কিছু ?

--১)মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা 2023-এর জন্য'। 

২) বানানের দিকে বিশেষ নজর দেবেন।

৩) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'।

--কোন মেল আইডিতে পাঠাতে হবে?

--printednabapravat@gmail.com

--লেখা পাঠালে প্রাপ্তিসংবাদ পাবো কি?

--অবশ্যই পাবেন। না পেলে জানবেন আপনার লেখা আমরা পাইনি।

--লেখার মনোনয়ন সংবাদ পাবো কীভাবে?

--আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, whatsapp গ্রুপে নির্বাচিত লেখকতালিকা প্রকাশিত হবে। প্রত্যেককে আলাদা আলাদা মেলে জানানো সম্ভব নাও হতে পারে।

--নির্বাচিত লেখকতালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে?

--নভেম্বরের প্রথম সপ্তাহে।

--লেখা নির্বাচিত হলে, লেখক কি সৌজন্য সংখ্যা পাবেন?

--লেখা নির্বাচিত হলে লেখককে এককপি সৌজন্য সংখ্যা দেওয়া হবে। তবে পত্রিকার স্বার্থে অতিরিক্ত অন্তত এককপি মুদ্রিত মূল্যে কিনে নিতে হবে বা কাউকে দিয়ে কেনাতে হবে। আর একাধিক অতিরিক্ত কপি নিলে সেক্ষেত্রে 20%-25% ছাড় পাবেন।

--পত্রিকা (সৌজন্য সংখ্যা ও অতিরিক্ত কপি) কোথায় পাবো?

--কলকাতায় (কলেজস্ট্রিট / শিয়ালদা / বারুইপুর) একটি আনুষ্ঠানিক প্রকাশ ও সাহিত্যানুষ্ঠান করার পরিকল্পনা আছে। সেখানে অংশগ্রহণ করে নিতে পারবেন।

কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় আমাদের টেবিল থেকে নিতে পারবেন। 

(এছাড়া ধ্যানবিন্দুতে পাবেন, কিন্তু এক্ষেত্রে সৌজন্য সংখ্যা পাবেন না।)

--যদি ডাকযোগে পেতে চাই তাহলে?

--দেখুন, এখন সাধারণ ডাকে বহু পত্রিকা পথহারা হয়, তাই সাধারণ ডাকে পাঠানো সম্ভব নয়। আর রেজিস্ট্রি পোস্টে বা ক্যুরিয়রে  নিলে ডাকখরচ আপনাকে বহন করতে হবে।

--পত্রিকার মুদ্রিত মূল্য কত হতে পারে? 

--গতবছর ৮০পৃষ্ঠার পত্রিকা হয়েছিল। মুদ্রিত মূল্য ছিল ৮০টাকা। এবারেও তেমন হওয়ার সম্ভাবনা।

--প্ৰয়োজনে কোথায় যোগাযোগ করব?

--নিরাশাহরণ নস্কর (সম্পাদক),

মোঃ 9433393556 (call & whatsapp)

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক