Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সব... নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশ... নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু ঘোষ নববর্ষের কামনা ।। সুশীল ব...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2023 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

 

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

(লেখক ও সম্পাদকীয় দপ্তরের কথোপকথন আকারে)


--কী পত্রিকা?

--নবপ্রভাত।

--মুদ্রিত না অনলাইন?

--মুদ্রিত।

--কোন সংখ্যা হবে এটা?

--বইমেলা 2023।

--কোন কোন ধরনের লেখা থাকবে?

--প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া।

--বিশেষ কোন বিষয় আছে?

--না। যে-কোন বিষয়েই লেখা যাবে।

--শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন আছে?

--না। নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা 12-14 লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি 200শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।

--ক'টি লেখা পাঠাতে হবে?

--মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো।

--ফেসবুক বা অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত লেখা কি পাঠানো যাবে?

--না। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে।

--পত্রিকা কোন সময়ে প্রকাশিত হবে?

--ডিসেম্বর 2022-এর কোন একদিনে।

--লেখা পাঠানোর শেষতারিখ কত?

-- 30 অক্টোবর 2022।

--কীভাবে পাঠাতে হবে?

--মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে।

--লেখার সঙ্গে কী কী দিতে হবে?

--নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।)

--বিশেষ সতর্কতা কিছু ?

--১)মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা 2023-এর জন্য'। 

২) বানানের দিকে বিশেষ নজর দেবেন।

৩) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'।

--কোন মেল আইডিতে পাঠাতে হবে?

--printednabapravat@gmail.com

--লেখা পাঠালে প্রাপ্তিসংবাদ পাবো কি?

--অবশ্যই পাবেন। না পেলে জানবেন আপনার লেখা আমরা পাইনি।

--লেখার মনোনয়ন সংবাদ পাবো কীভাবে?

--আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, whatsapp গ্রুপে নির্বাচিত লেখকতালিকা প্রকাশিত হবে। প্রত্যেককে আলাদা আলাদা মেলে জানানো সম্ভব নাও হতে পারে।

--নির্বাচিত লেখকতালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে?

--নভেম্বরের প্রথম সপ্তাহে।

--লেখা নির্বাচিত হলে, লেখক কি সৌজন্য সংখ্যা পাবেন?

--লেখা নির্বাচিত হলে লেখককে এককপি সৌজন্য সংখ্যা দেওয়া হবে। তবে পত্রিকার স্বার্থে অতিরিক্ত অন্তত এককপি মুদ্রিত মূল্যে কিনে নিতে হবে বা কাউকে দিয়ে কেনাতে হবে। আর একাধিক অতিরিক্ত কপি নিলে সেক্ষেত্রে 20%-25% ছাড় পাবেন।

--পত্রিকা (সৌজন্য সংখ্যা ও অতিরিক্ত কপি) কোথায় পাবো?

--কলকাতায় (কলেজস্ট্রিট / শিয়ালদা / বারুইপুর) একটি আনুষ্ঠানিক প্রকাশ ও সাহিত্যানুষ্ঠান করার পরিকল্পনা আছে। সেখানে অংশগ্রহণ করে নিতে পারবেন।

কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় আমাদের টেবিল থেকে নিতে পারবেন। 

(এছাড়া ধ্যানবিন্দুতে পাবেন, কিন্তু এক্ষেত্রে সৌজন্য সংখ্যা পাবেন না।)

--যদি ডাকযোগে পেতে চাই তাহলে?

--দেখুন, এখন সাধারণ ডাকে বহু পত্রিকা পথহারা হয়, তাই সাধারণ ডাকে পাঠানো সম্ভব নয়। আর রেজিস্ট্রি পোস্টে বা ক্যুরিয়রে  নিলে ডাকখরচ আপনাকে বহন করতে হবে।

--পত্রিকার মুদ্রিত মূল্য কত হতে পারে? 

--গতবছর ৮০পৃষ্ঠার পত্রিকা হয়েছিল। মুদ্রিত মূল্য ছিল ৮০টাকা। এবারেও তেমন হওয়ার সম্ভাবনা।

--প্ৰয়োজনে কোথায় যোগাযোগ করব?

--নিরাশাহরণ নস্কর (সম্পাদক),

মোঃ 9433393556 (call & whatsapp)

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল