কবিতা ।। রাজা রামমোহন ।। শীলা সোম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। রাজা রামমোহন ।। শীলা সোম

 

রাজা রামমোহন

শীলা সোম


মানবতার  মূর্ত্ত প্রতীক, তুমি রামমোহন, 
কুসংস্কার দূর করে, এনেছো নবজাগরণ।
 
হুগলী জেলার রাধানগরে জন্ম নিলে  তুমি, 
করেছো যে বিশ্ব জয়, তোমার চরণ নমি। 

 বাইশে মে, এই দিনে-সতেরোশ বাহাত্তরে, 
এসেছিলে  ধরায়,  মানবকল্যাণের তরে।

পিতা রামকান্ত রায় ও  তারিণী দেবী মাতা, 
ব্রাহ্মসমাজ উঠেছে গড়ে, তুমিই প্রতিষ্ঠাতা।
  
আধুনিকতার  সমাজের  হয়েছে সূর্যোদয়, 
কৌলিন্য প্রথা, জাতপাতের যত আছে সংশয়। 

অন্ধকারাচ্ছন্ন সমাজের, কত যে  অন্ধকার-
দূর করাটাই  ছিল  যে  তোমার  অঙ্গীকার। 

বেঁচেছে অসহায় নারী,  তোমারই  প্রচেষ্টায়, 
সতীদাহ প্রথা রোধ, যা সমাজের অন্তরায়। 

নারী শিক্ষা বিস্তারে তোমার রয়েছে অবদান, 
বঙ্গভাষার পথিকৃৎ, পেয়েছো সেরা সম্মান। 

নিরাকারবাদী তুমি বলেছ এক যে ঈশ্বর, 
তোমার বক্তৃতায় সেদিন উঠেছিল ঝড়। 

রাজা উপাধি তে ভূষিত তুমি, হে বঙ্গসন্তান, 
সার্ধদ্বিশতবর্ষ  পরেও আজো রয়েছো অম্লান। 





No comments:

Post a Comment