কবিতা ।। প্রলম্বিত উৎসুক ।। রবীন বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। প্রলম্বিত উৎসুক ।। রবীন বসু


প্রলম্বিত উৎসুক

রবীন বসু 


বাগানে খড়ের গাদার পাশে পুঁইলতা উঠেছে বেড়ে

চারপাশে আরও গাছ অনন্ত আগ্রহ নিয়ে চেয়ে আছে 

সূর্যের দিকে। আমার বাগানবাড়ি এলোমেলো শুয়ে

দু'একটা চড়ুই উড়ে এসে বসে,  বুলবুলি ধান খায়

আমিও চা-বিস্কুট হাতে বসে আছি; স্থবির; ইন্দ্রজাল 

ফুটে ওঠে সময়গ্রন্থির চলাচল ঘিরে মোহিত বিস্ময়…

গ্রামদেশে আলো ঝরে, মাছের পাখনা নড়ে জলে

বিস্তৃত গভীরতা নিয়ে সাঁতারের প্রকৌশল লেখা।

আমার দৃষ্টিতে শুধু ভেসে ওঠে জায়মান দৃশ্যের সারি 

আহা ! জীবন টলছে খুব অরক্ষিত সীমারেখা ধরে

ভৌগলিক বিস্তার আছে, ইতিহাস ক্ষীণস্বরে কথা বলে

রূপকথা মাঠ ভেঙে ঐ উঠে আসে প্রলম্বিত উৎসুক!

 

==================== 

 

 


রবীন বসু 

Rabindra nath Basu

189/9, Kasba Road, Kolkata - 700 042


No comments:

Post a Comment