দুটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

দুটি কবিতা ।। সুশান্ত সেন

দুটি কবিতা ।। সুশান্ত সেন



১.  কলম্বাস


কলম্বাস জাহাজ চালিয়ে সমুদ্র যাত্রা না করলে
উত্তর ও দক্ষিণ আমেরিকার মানুষের
জীবন আর সংস্কৃতি ধ্বংস হত না ,
তাহলে মায়া সভ্যতা আরো উন্নততর হত
আজটেক সভ্যতাও।
শ্বেত সভ্যতা এত মানুষও মারত না।
ইতিহাস আবার এমন ভাবে 
লেখা হয় সেই পুরনো যুগ ধরেই
যে ক্ষমতার গুনগান করাই
প্রথা হয়ে দাঁড়িয়েছে।
মানুষের সত্য ইতিহাস 
কোনদিনও লেখা হয়ে উঠবে না।


২.  অপরূপ


আমি একটা বাতাস নিয়ে গেলাম
তুমি একটু পরাগ মাখিয়ে দিলে
বাতাস লজ্জায় লাল হয়ে উঠলো
তুমি দরজা বন্ধ করে রাখলে।

আমি এক পদ্ম ফুলের পাঁপড়ি খুলে
দেখতে গেলাম পদ্মরেনু আছে কি নেই
ঠিক সেই সময় বাতাস দ্রুতগামী
সব রেনু ঝরে পড়লো মাটিতে।

আমি অর্চনা করলাম শতদল
শরতের নীল মাখা মেঘের আঙিনায়
ঢাকের বাদ্যি শোনা যেতে থাকলো
সবুজ রঙে স্নাত হলো পৃথিবী।

তুমি এসে দরজা খুলে দাঁড়ালে
পরাগ মাখা আঁচল বাতাসে উড়িয়ে।
 
================
 
 
সুশান্ত সেন
৩২, বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০


No comments:

Post a Comment