কবিতা ।। আর্ত প্রেরণা ।। ইন্দ্রজিৎ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। আর্ত প্রেরণা ।। ইন্দ্রজিৎ হালদার

 

আর্ত প্রেরণা

ইন্দ্রজিৎ হালদার

 
হে দৈন্য হে দুঃখী তুমি নও ক্ষীণ
হে বঞ্চিত হে নিপীড়িত তুমি নও হীন
উঠিতে হইবে সূর্য শিখরে 
নামিতে হইবে অতল গহ্বরে
পাইও না তুমি ভয় ;
হাসিমুখে রাখো উচ্চ শির
তোমার অন্তরের সুপ্ত বীর
করিবে এবার বিশ্ব জয়  ।।
আমি আর্ত আমি নিপীড়িত যাও তুমি ভুলে
অশ্রুজলে পুষ্প মালা পরিবে মম গলে।
বৃন্তে আবৃত কুঁড়ি ফুটিয়ে
প্রস্ফুটিত ফুল আলোয় রাঙিয়ে
অর্পণ কর মহৎ কার্যে ,
ছাড়ি হিংসা - লোভ শুকনো হিয়ার
রুগ্ন দেহে আনো জোয়ার
মহান হবে শৌর্য - বীর্যে ।।
হে দৈন্য হে দুঃখী তুমি নও আর্ত
হে বঞ্চিত হে নিপীড়িত তুমি নও ব্রাত্য,
আনো দেহে অসীম বল
মোছো তব অশ্রুজল
এসো বিশ্ব দুয়ারে ।
নাম তোমার বাতাসে ধ্বনিবে
জানি অমর কীর্তি রচিবে
এসো বিশ্ব মাঝারে।।
হে দৈন্য হে আর্ত তুমি নও দুঃখী
হে বঞ্চিত হে নিপীড়িত তুমি হবে সুখী।
 
=================
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
ইন্দ্রজিৎ হালদার,
vill+p.o kadipukur,
p s -mandir bazar,
dist_south 24 parganas
 









                 

No comments:

Post a Comment