কবিতা ।। বেসামাল ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। বেসামাল ।। প্রতীক মিত্র

বেসামাল

প্রতীক মিত্র

 
গ্রীলের বারান্দা।
বৃষ্টির ফোঁটার সেখান থেকে অনুপ্রবেশ ঘটে
ছন্দে-অছন্দে।
নিচে রাস্তায় ততক্ষণে ব্যস্ততার ক্যাকোফোনি।
পাখিদের ঐক্যতানও আছে।
অবাক লাগে এখনও তাদের আওয়াজ কানে আসে বলে।
কোথায় তারা থাকে?
গাছ কই?
বারান্দায় শখের ছোটো-ছোটো গাছের
অরাজনৈতিক সবুজে দৃষ্টি অবগাহন করতে বেশ লাগে।
মনে হয় 
আগামীকে কিছু যেন দেওয়ার এখনও আছে
এইসব ব্যস্ততার বাইরেও।
বৃষ্টির অপেক্ষায় থাকি।
ওর ফোঁটাগুলো আলাপচারি হতে চায়।
কিছু যেন বলতে চায়।
গাছের কথা, গাছের ওপর না পড়ার কথা,
পাখির ডাক, তাদের খুঁজে পাওয়া, না পাওয়া…
আমার শৈশব!
শেষের বিষয়ে ছলাৎ করে ওঠে আবেগ।
পথ যেন বেশিই খরস্রোতা।
আর আলাপ সুপাচ্য থাকবেতো?
গ্রীলের বারান্দাতেই রয়ে গেলে ভালো হত না?
কিন্তু বৃষ্টি? তার বেলা?
সময় যার কাদামাটি, স্মৃতি যার কাছে শুধুই খেলা!
 
====================

প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ



























































No comments:

Post a Comment