Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। সে আদিম কামনায় ।। রণেশ রায়


সে আদিম কামনায়

রণেশ রায়



সুকন্যা, তোমার হৃদয়ের মধুবনে অবগাহন আমার
তোমাকে পেতে চাই, কিন্তু কোথায় পাই !
অধর পল্লবের সোহাগে তোমাকে চাই 
খুঁজি আমি তোমাকে কোথায় পাই !

সুকন্যা, যাত্রা আমার তোমার জীবনের গোপন দরজা ধরে,
চলা আমার যাত্রা পথে সব বাধা দূর করে 
লজ্জা যা কিছু শিকয় তুলে, 
ঢুকি আমি তোমার রাতের উদ্বাহু ঘরে, 
যদি তুমি নাও আমাকে জাপটে ধরে
তুমি আমি মিলব অঙ্গে অঙ্গে।

সুকন্যা, বাদে বিবাদে আনন্দ নিরানন্দে 
সোহাগে আদরে প্রাণের স্পন্দনে
তোমাকে আমি বার বার চাই 
দিনে রাতে তোমাকে যদি পাই ।
তোমার কৃষ্ণগুহার হারিয়ে যাওয়া চাবি
আমি খুঁজে পেতে চাই 
গুহা মাঝে যদি তোমাকে পেয়ে যাই।

সুকন্যা, তোমাকে পেতে চাই পেয়ালার মদিরায়
তোমাকে পেতে চাই পূর্ণিমার জ্যোৎস্নায়,
জীবন বন্ধনে তোমাকে পেতে চাই
মুক্তির পথে সাথী তুমি তোমাকে চাই;
গোপন আলাপে তোমাকে চাই 
মুক্তাঙ্গনে  সকলের মাঝে যদি তোমাকে পাই ।

সুকন্যা, আকাশ পথে বিচরণ আমার 
মেঘ ভেঙে বৃষ্টির পরে 
রামধনু রঙে সাজাব তোমাকে 
দিনশেষে সন্ধ্যার রক্তরাগে
সাঁঝের বাতিতে দেখবে আমাকে, 
তোমার তনু 'পরে আমার অনুরাগে 
তোমাকে স্পর্শ করি আদরে সোহাগে।

সুকন্যা, তোমাকে আমি পেতে চাই 
যখন ইচ্ছা তখন যেন পাই,
তোমাকে পেতে চাই আমার নষ্টামিতে 
তোমাকে পেতে চাই আমার ভালোতে 
পেতে চাই তোমাকে সেই কৃষ্ণ গুহায় 
তোমাকে পেতে চাই বিশুদ্ধতায়,
রাত শেষে যখন আঁধার মেলায়।

সুকন্যা, বিহঙ্গের আলিঙ্গনে তোমাকে পেতে চাই
বাঁধভাঙা রূপে তোমাকে দেখতে চাই 
নাচের মুদ্রায় তোমার যেন দেখা পাই 
প্রলয় কালে তোমাকে পেতে চাই, 
বাতাসের ঝঞ্জা তুমি এসো তাই
যতদিন না পাই তোমায়
আমি থাকি তোমার অপেক্ষায়।

সুকন্যা, শোনোগো তুমি ভুল বুঝ না, তোমায় আমি পেতে চাই
এ যে আমার কোন পারারের আদিম কামনা জানা নাই।
নষ্টামি বল আর যা বল তোমায় আমি পেতে চাই 
তোমার গোপন দরজার তালা ভেঙে
যদি সে কৃষ্ণোগুহায় তোমায় পাই।
 
======================
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল