কবিতা ।। নিশীথের নিমন্ত্রণ ।। কুমার চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। নিশীথের নিমন্ত্রণ ।। কুমার চৌধুরী


নিশীথের নিমন্ত্রণ

কুমার চৌধুরী


ঝিরিঝিরি বাতাস বয়ে
উদাস মনের ছায়ায়
আয় রে আমার প্রেমের ছায়ে
বাঁচবি কেবল  মায়ায়।

বিজয় কেতন কতই  ওড়ে
শোষণ,ত্রাসন,ছলনে ভরে
সংক্রমিত আজ আপন নীড়ে
সংসার সুখী নয় প্রবঞ্চনার ভিড়ে।

মন রাখালে বাজায় বেনু 
জ্যোৎস্নারাতের অন্বেষণে 
 অনুরণন সিক্ত শিশির রেনু
তন্দ্রাহীন কাটে নিশীথ বিবাসনে।

=======================
 

কুমার চৌধুরী

গড়িয়া,কলকাতা



1 comment:

  1. আমি আপ্লুত হলাম ,কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    ReplyDelete