সমর্পন
শেখ আব্বাস উদ্দিন
পরিচ্ছন্ন ছায়াপথ পিছনে ফেলে
সোনালী ধানের ক্ষেত মাড়িয়ে
শিশিরের অশ্রু ভেজা পায়ে অনির্বাচনীয় মাধুরী,
বিশ্বস্ত মুখ আর তন্ময় চাহনি তোমার
মুখরিত ধরণীর পথে সব মলিনতা পেরিয়ে,
মায়াবী পথ আর ধুলোর শরীর মাড়িয়ে
নির্মল আলোর পথে নেমে এলে কে তুমি অপরূপা?
'আত্ম' এবং 'আত্মা'র মিলিত স্বরূপ তুমি,"আদ্যাশক্তি!"
কানাকানি আকাশে বাতাসে
মনের আকাশ সেজেছে মেঘের সাজে
শিউলির সুবাসে উদ্ভাসিত প্রাঙ্গণ
যে আলো পথ চেনায়,
যে আলোয় মুখরিত হয় নিরন্ন জনপদ
যে আলোর দীপ্তি মনন জুড়ে, হৃদয়ে হৃদয়ে
অসীম আকুলতায় পেতে আছি দুই হাত
জানু পেতে নিবিড় সমর্পণ।
তুমি মা, তুমি শক্তি, তুমি সর্ব কল্যাণ,
চেতনার আলোয় আমার অশ্রু নির্বাপিত কর;
উদ্ভাসিত আলো দাও আমাদের চোখে ঢেলে;
পবিত্র আলোকে জগরিত হোক চরাচর;
শুধু আলো আর আলো। শুধু আলো।
শুধু মঙ্গল, শুধু কল্যাণ, শুধু প্রার্থণা, শুধু প্রেম।
আর যত ভ্রান্তি, মলিনতা সব ধুয়ে দাও
ন্যায়ের আলোকিত বন্যায়।
===================
Abbas Uddin Shaikh
Vill.- Nurmohammad Pur
P.O.- Chaitanya Pur, P.S.- Mandir Bazar
Dist.- South 24 Parganas
PIN. - 743395
No comments:
Post a Comment