Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গল্প ।। মরণ ঝাঁপ ।। কবিরুল


মরণ ঝাঁপ

কবিরুল


               "বুবু জাম্প ! জাম্প বুবু !"
               "বুবু......জাম্প.....!"
                  ..........  ..... ........  ..........

              "স্যার, কেমন দেখলেন.....?"
              "এখনো বলা যাবে না।  তবে কেস স্টাডি চলছে। "
             "স্যার, কিছু একটা করুন....। আমরা সবাই টোটালি কনফিউজড্......।"
              "দেখুন এইভাবে কিছু বলা যাবে না। বলাটা ঠিকও  নয়।  আর সামান্য কটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না। "
               "মানে.....?" 
                "মানেটা ভীষণ পরিষ্কার। কেসটা আর পাঁচটা কেসের থেকে অনেকটাই  আলাদা।"
               "স্যার......! "
              "ইয়েস! আমরা বোর্ড বসিয়েছি। আশা করছি খুব শীঘ্রই একটা........"


                কথা শেষ হয় না। পাশের ঘর থেকে হঠাৎই চিৎকারের শব্দ ভেসে আসে। 


             "আগুন ! আগুন ! সব পুড়িয়ে দিয়েছে। পুড়ে শরীরটা ঝলসে গেছে। ও মনে হয় বাঁচবে না। প্রভু জগন্নাথ ঠিক বিচার করল না......"

             সবাই হন্তদন্ত হয়ে পাশের ঘরে ছুটল। কোথাও কোন আগুনের চিহ্ন নেই। 'আগুন', 'আগুন' বলে চিৎকার করা মানুষটিও কেমন ভয়ে সিঁটিয়ে গেছে। এখন সে অসম্ভব শান্ত। বালিশে মুখ গুঁজে কেঁদেই চলেছে।

             স্যার নিজের চেম্বারে গভীর চিন্তায় মগ্ন। এই ধরণের ঘটনা বেশ কিছুমাস ধরে চলছে। যাকে নিয়ে এই ঘটনা, তিনি আদৌ বিষয়টা নিয়ে অতটা ভাবিত নন। তিনি কোনোদিন আগুন দেখে ভয় পেয়েছেন এমন ঘটনাও ঘটেনি। তাহলে.....?

           প্রশ্নটা সবার মনে  ঘুমিয়ে থাকলেও বহুদিন পরে উত্তরটা মেঘ ছিঁড়ে বৃষ্টি নামার মতনই ধেয়ে আসল। 

                *******  ********   *******

               দেখতে দেখতে তিনটে রথযাত্রা চলে গেছে।ঝাউ এখনো স্বাভাবিক হতে পারেনি।

           আজ উল্টোরথের দিন সবাই ঝাউয়ের ঐ অস্বাভাবিক আচরণের উত্তরটা পেল।

             ডক্টর শিণ্ডে বেশ বিচলিত। মনে হয় এবার উনার কাজটা আরো এগোবে। 

                  ঝাউপাতা বহু বছর পরে রথের মেলাতে গিয়ে এক কিশোরকে হঠাৎই  দেখে অবাক হয়।

      বছর তেরোর ছেলেটি গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিচ্ছিল। 

           এই "মরণঝাঁপ " একটা বিশেষ ধরণের গ্রাম্য  খেলা। রথের মেলাতে বেশ জনপ্রিয়। ছেলেটির বাবাও ঐ কাজ করতে গিয়ে পুড়ে মারা যায়। 

           ছেলেটিকে দেখে ঝাউপাতার অতীত নাড়া দেয়। 

              তখন সবে নার্সিংয়ের ট্রেনিং শুরু হয়েছে। এক পেটানো চেহারার আদিবাসী  ছেলের সাথে প্রেম হয়। পরে অসাবধানবশত ঝাউ গর্ভে সন্তান ধারণ করে। 

             সেই ছেলেটিই আজ বড় হয়ে বাবার দেখানো পথে ঐ খেলা খেলে রোজগারে নেমেছে।

     ছেলেটি আশ্রমে মানুষ। ঝাউ ছেলেটির জন্ম দিয়েই ওকে আশ্রমে রেখে আসে। 

           আজ বহু  বছর পরে বুবুল যেন ফিরে আসছে। ছেলের মধ্যে।
 
                ঝাউয়ের এখন চিকিৎসা চলছে। ওর সাইকোলজিক্যাল সমস্যা তৈরী হয়েছে।

      তবে ডাক্তার আশাবাদী..... ঝাউ একদিন ভাল হবে। 

         রথের মেলার হঠাৎ দেখাই সব ফেরাবে।

   ====================
 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত