Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গল্প ।। মরণ ঝাঁপ ।। কবিরুল


মরণ ঝাঁপ

কবিরুল


               "বুবু জাম্প ! জাম্প বুবু !"
               "বুবু......জাম্প.....!"
                  ..........  ..... ........  ..........

              "স্যার, কেমন দেখলেন.....?"
              "এখনো বলা যাবে না।  তবে কেস স্টাডি চলছে। "
             "স্যার, কিছু একটা করুন....। আমরা সবাই টোটালি কনফিউজড্......।"
              "দেখুন এইভাবে কিছু বলা যাবে না। বলাটা ঠিকও  নয়।  আর সামান্য কটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না। "
               "মানে.....?" 
                "মানেটা ভীষণ পরিষ্কার। কেসটা আর পাঁচটা কেসের থেকে অনেকটাই  আলাদা।"
               "স্যার......! "
              "ইয়েস! আমরা বোর্ড বসিয়েছি। আশা করছি খুব শীঘ্রই একটা........"


                কথা শেষ হয় না। পাশের ঘর থেকে হঠাৎই চিৎকারের শব্দ ভেসে আসে। 


             "আগুন ! আগুন ! সব পুড়িয়ে দিয়েছে। পুড়ে শরীরটা ঝলসে গেছে। ও মনে হয় বাঁচবে না। প্রভু জগন্নাথ ঠিক বিচার করল না......"

             সবাই হন্তদন্ত হয়ে পাশের ঘরে ছুটল। কোথাও কোন আগুনের চিহ্ন নেই। 'আগুন', 'আগুন' বলে চিৎকার করা মানুষটিও কেমন ভয়ে সিঁটিয়ে গেছে। এখন সে অসম্ভব শান্ত। বালিশে মুখ গুঁজে কেঁদেই চলেছে।

             স্যার নিজের চেম্বারে গভীর চিন্তায় মগ্ন। এই ধরণের ঘটনা বেশ কিছুমাস ধরে চলছে। যাকে নিয়ে এই ঘটনা, তিনি আদৌ বিষয়টা নিয়ে অতটা ভাবিত নন। তিনি কোনোদিন আগুন দেখে ভয় পেয়েছেন এমন ঘটনাও ঘটেনি। তাহলে.....?

           প্রশ্নটা সবার মনে  ঘুমিয়ে থাকলেও বহুদিন পরে উত্তরটা মেঘ ছিঁড়ে বৃষ্টি নামার মতনই ধেয়ে আসল। 

                *******  ********   *******

               দেখতে দেখতে তিনটে রথযাত্রা চলে গেছে।ঝাউ এখনো স্বাভাবিক হতে পারেনি।

           আজ উল্টোরথের দিন সবাই ঝাউয়ের ঐ অস্বাভাবিক আচরণের উত্তরটা পেল।

             ডক্টর শিণ্ডে বেশ বিচলিত। মনে হয় এবার উনার কাজটা আরো এগোবে। 

                  ঝাউপাতা বহু বছর পরে রথের মেলাতে গিয়ে এক কিশোরকে হঠাৎই  দেখে অবাক হয়।

      বছর তেরোর ছেলেটি গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিচ্ছিল। 

           এই "মরণঝাঁপ " একটা বিশেষ ধরণের গ্রাম্য  খেলা। রথের মেলাতে বেশ জনপ্রিয়। ছেলেটির বাবাও ঐ কাজ করতে গিয়ে পুড়ে মারা যায়। 

           ছেলেটিকে দেখে ঝাউপাতার অতীত নাড়া দেয়। 

              তখন সবে নার্সিংয়ের ট্রেনিং শুরু হয়েছে। এক পেটানো চেহারার আদিবাসী  ছেলের সাথে প্রেম হয়। পরে অসাবধানবশত ঝাউ গর্ভে সন্তান ধারণ করে। 

             সেই ছেলেটিই আজ বড় হয়ে বাবার দেখানো পথে ঐ খেলা খেলে রোজগারে নেমেছে।

     ছেলেটি আশ্রমে মানুষ। ঝাউ ছেলেটির জন্ম দিয়েই ওকে আশ্রমে রেখে আসে। 

           আজ বহু  বছর পরে বুবুল যেন ফিরে আসছে। ছেলের মধ্যে।
 
                ঝাউয়ের এখন চিকিৎসা চলছে। ওর সাইকোলজিক্যাল সমস্যা তৈরী হয়েছে।

      তবে ডাক্তার আশাবাদী..... ঝাউ একদিন ভাল হবে। 

         রথের মেলার হঠাৎ দেখাই সব ফেরাবে।

   ====================
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল