দুটি কবিতা ।। সুজিত কুমার পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

দুটি কবিতা ।। সুজিত কুমার পাল

দুটি কবিতা  ।।   সুজিত কুমার পাল

    

 বৃষ্টি নামে যখন

    শিশির ভেজা চাঁদ ক্ষয়ে যায় রোজ
    পড়ে থাকে শূন্য ফসলের মাঠ
    শুক্লা পঞ্চমীর রাতে
    সব তারা ভুলে গেছে জোনাকির আলো,
    সব পাখি ফিরে যায়
    ফেলে আসা খাতে।।
    মোহনীয় রাত্রি আঁধার প্রসব করে
    সবটুকু কাটাছেঁড়া শেষে,
    পড়ে থাকে দুর্বোধ্য ভোর
    স্মৃতি কনা মেঘের জন্ম দিলে,
    ভিজে যাই নোনা জলে,
    আর ভেজে অক্ষর।।

 

তোমার অপেক্ষায়

সন্ধার তীরে আছড়ে পড়া অন্ধকারকে
ফিকে করার জন্য একমুঠো আলো জ্বালিয়ে দিলাম
ইচ্ছে গুলো মুগ্ধতায় আচ্ছন্ন হয়
ভালো লাগা স্রোতের ভিতর
নদীর ডাক ভেসে আসে নিঃশব্দের গভীরে
আমার মতই রয়েছো একাকী
একঝাঁক জোনাকি দিলাম নদী তোমার আঁচলে,
তোমাকে সঙ্গ দেওয়ার জন্য
পাশাপাশি না থাকলেও আছি
তুমি আছো তাই
একটি তারা সারারাত জেগে থাকে
তোমার অপেক্ষায়।।

 ===================


    সুজিত কুমার পাল
    লাভপুর পুরাতন বাস ষ্ট্যান্ড
    ডাকঘর লাভপুর
    জেলা বীরভূম

   

 


No comments:

Post a Comment