ছড়া ।। ঘরে ঘরে দূর্গা ।। সুদামকৃষ্ণ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

ছড়া ।। ঘরে ঘরে দূর্গা ।। সুদামকৃষ্ণ মন্ডল

 

ঘরে ঘরে দুর্গা

সুদামকৃষ্ণ মন্ডল


কেমন তুমি দুর্গা বলো শরৎ এলে আসো
সবার ঘরে আনন্দ জ্বালো দশমী এলে ভাসো
কেমন তুমি দুর্গা বলো গরিব ঘরে বাস
পণের বলি ঝিয়ের বেশে কাটাও বারো মাস
পণ্যের কন্যা কেন বলো পরের ঘরে যাও
কখন তোমার দেহ বিক্রি সন্তানের অশ্রু মোছাও
এমন দুর্গা কেমন হলো দেশের লড়াই করে
অবলা বেশে ধর্ষণ শিকার নিঃস্ব হোমের ঘরে
এমন দুর্গা জলে মাঠে খাটে বারো মাস   
দুর্গা  বিনা কারও ঘরে পড়ে না তো শ্বাস
কেমন তুমি দুর্গা বলো লোলুপ দৃষ্টি পড়ে
একলা হলে আঁধার রাতে বুকটা কাঁপে ঝড়ে  
তোমার জন্যে ঘরে বাইরে ভালো-মন্দ কথা 
বলতে পারো কেন মাগো বলো না বুকের ব্যথা
বলতে পারো  মহিষামর্দিনী দশ হাতে অস্ত্র
অসীম শক্তি থেকেও নেই তো অন্য খাদ্য বস্ত্র
তোমার গর্ভে জন্ম আমার তুমি আশ্রয় দাত্রী
স্নেহের ছত্রে মানুষ করেও নিঃস্ব  জীবনে  যাত্রী
কেমন তুমি দুর্গা বলো কেমন তোমার গুণ
 শেষ কথাটি তুমি বলো কেন সমাজ ঘুণ
তোমার যদি এতই শক্তি এতই গুণের বহর
আঁধার ঘুচিয়ে আলো ফেরাও গ্রাম গঞ্জে শহর

 
=================
 

No comments:

Post a Comment