কবিতা ।। পথ ।। গোপা সোম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। পথ ।। গোপা সোম

 

পথ

গোপা সোম


পথ যে মোদের চিরসাথী, সবারই আছে জানা,
হরেক রকম প্রকারভেদে, পথ যে আছে নানা।
আছে কত অলি-গলির পথ, আবার আছে রাজপথ,
ধনী-গরীবের বৈষম্যে, পূরেছে সমাজের মনোরথ।
ধনীর দালান রাজপথের পর, গরীবের কুটীর গলি, 
পারবে কি মানুষ করতে সমাধান, দুচোখেই পরে ঠুলি?
ধনী, দরিদ্র, সবাই মানুষ, জাত পাতের নেই ভেদ,
মান আর হুঁশ নিয়েই মানুষ, নেই এতে কোনো খেদ।
রাজপথ, জনপথ ছাড়াও আছে জীবনের চলার পথ,
গড়েছে আবালবৃদ্ধবনিতা, প্রয়োগে নিজস্ব অভিমত।
এমন সমাজ গড়বো মোরা, পথ যে হবে সোজা,
বাঁকা পথের শেষটা মন্দ, শুরুতে যায় না বোঝা।
পথ চলতে হয়ে যায় যদি, কারোর কোনো ভুল,
সেই ভুলের তরে, হবেই পরে গুণতে যে মাশুল।
সত্যের পথ একাকীত্বের, নির্ভুল যদিও দুর্গম,
মিথ্যের পথ জনসমাবেশে, ভুল আর সুগম।
শপথ গড়ি একসাথে মোরা, পথ হবে একতার, 
ধংসের মুখ থেকে সমাজকে, করতে  উদ্ধার।।


No comments:

Post a Comment