ছড়া ।। মা দুর্গার নাম ।। শক্তিপদ পণ্ডিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

ছড়া ।। মা দুর্গার নাম ।। শক্তিপদ পণ্ডিত

  

মা দুর্গার নাম

    শক্তিপদ পণ্ডিত


গায়ে ধুলো ছোট ছেলে
হাওয়ায় ওড়ায় পতঙ্গ,
পুজোটা কী জানে না সে
প্যান্ট জামা নেই, উলঙ্গ।

বাবা গেছে ঢাক বাজাতে
কোন পুজোতে নেই জানা,
ফুল তুলে মা বেচতে গেছে
পায় যদি দু'চার আনা।

কোথায় পুজো, কেন পুজো
কিসের পুজো বাজছে ঢাক !
শব্দ ভেসে আসছে কানে 
তাকধিনা ধিন ধিনাক তাক।

জোয়ান বুড়ো মহিলাদের
নেই গাঁয়ে হেলদোল কারও,
সবাই গরীব তাই মুখে নেই
মা দুর্গার নাম একবারও।
___________________

শক্তিপদ পণ্ডিত
বেহালা, কলকাতা।

No comments:

Post a Comment