ছড়া ।। ভাতের ছবি ।। চন্দন চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

ছড়া ।। ভাতের ছবি ।। চন্দন চক্রবর্তী


ভাতের ছবি

চন্দন চক্রবর্তী


গ্রামের ছবি আঁকতে গিয়ে ভাবছি বসে যেই
আঁকাবাঁকা মেঠো পথের ভাবনা এলো সেই !
ভাবতে থাকি কুঁড়ে গোলা গরু মোষের ছবি
ভাবতে থাকি নৌকা নদী মাঝি মাল্লা সবি ।

ভাবতে থাকি চাষের ক্ষেতে জনমজুর আর চাষা
ভাবতে থাকি তালের পাতায় বাবুই বাঁধে বাসা,
ভাবতে থাকি পল্লী বধূ'র কলস কাঁখে চলা
ভাবতে থাকি শালের বনে হাওয়ার কথা বলা ।

ভাবতে থাকি রাখাল ছেলে, ধেনু চরায় মাঠে
ভাবতে থাকি কচি কাঁচা পাঠশালার'ই পাঠে,
ভাবতে থাকি তুলসীতলা, প্রদীপ ফুলের মালা
ভাবতে থাকি ধূপের ধোঁয়া, ঘন্টা, পূজার থালা ।

ভাবছি এবার সব ভেবেছি বাকি তো নেই কিছু !
ওমনি দেখি চাষীর ছেলে নিল আমার পিছু,
বলছে  আমায় শিল্পী তুমি সবই ভাবলে যখন,
থালা ভরা ভাতের ছবি ভাবলে কোথায় তখন ?
 
============================
 
 
চন্দন চক্রবর্তী, রোড নাম্বার টু, গ্রাম : প্রীতিনগর, পোস্টঅফিস : প্রীতিনগর, থানা : রানাঘাট, জেলা : নদীয়া, পিন  : ৭৪১ ২৪৭

No comments:

Post a Comment