কবিতা ।। জয়িতা সরকার ।। বৈদ্যবাটী, হুগলি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, October 20, 2022

কবিতা ।। জয়িতা সরকার ।। বৈদ্যবাটী, হুগলি

জামাটা

জয়িতা সরকার


জামাটাকে তিন -চার টুকরো করা হয়েছে।
একটা হাত মোছার,
আরেকটা সন্ধ্যা পিসিকে, বাসন মাজার সময় যেসব কাজে লাগে, তার জন্য দিয়েছি।
আরেক টুকরো পড়ে আছে এঁটো মেঝে মুছবার জন্য।
কি সুন্দর ছিল জামাটা,
সুন্দর ছিল একদিন !
জামাটা খুব সুন্দর ছিল তার...তার যৌবনকালে। একেবারে ঝকঝক করতো।
সেটা পরেও কত সুন্দর দেখাতো আমায়!

একেক সময় মনে হয়, চারটে টুকরো হয়ে
চারদিক থেকে সে আমার দিকে তাকিয়ে আছে!
খণ্ড থেকে অখন্ড হয়ে আবার
পুরনো দিনের টানটান শরীর ফিরে পেতে চাইছে।

আজ আর জামাটা জামা নেই ।
তাকে ন্যাকড়া বলা হয়, অথবা ন্যাতা।
 
-------------------------------------------------------


 জয়িতা সরকার। বৈদ্যবাটী, হুগলি।

No comments:

Post a Comment