Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

কবিতাগুচ্ছ: দেবব্রত দাস


।।মাঝেমাঝে চুপ করে থাকো।।


মাঝেমাঝে চুপ করে থাকো, 
চেয়ে দেখো জোনাকির আলো ঢলে পরে ম্যাকবেথে, 
গোলাপ কেমন নুয়ে পড়ে মাটির বুকে, 
লতানো গুল্মলতায় মাকড়শাদের বাড়ি,
চেয়ে দেখো চেড়া চটিরা ভিড় জমায় মন্দিরে। 
তপ্ত দুপুরে খাখা মাঠ যেভাবে আগুন পোয়ায়, 
তোমার চোখের উষ্ণতা তেমনি রবে।
পুকুরের শান্ত জলে পতিত পৃথিবীর ছায়া, শোন সে কি কথা বলে যাবে। 
দেখো শামুকের দল মাটি কামড়ে ধরে,
ফোসকার জলে ভিজে যায় এ শহর।
মাঝেমাঝে চুপ করে থাকো, 
ভেবে দেখো,তোমার বুকের তিলটাও একদিন মুছে যাবে।


।।অশ্বথামা।। 


সবাই এগিয়ে আসছে,
গ্রাম থেকে  মফস্বল, মফস্বল থেকে শহর,
শহর থেকে মেট্রোপলি।
বালতির থেকে উপচে পড়া জল গড়িয়ে  চলে,              
কোন নদী না, সমুদ্র না, 
শুধু দুভাগ হাইড্রোজেন আর একভাগ অক্সিজেন। 
দাহ্য থেকে ক্রমশ উহ্য হয়ে আসে।
নীহারিকার গহ্বর হতে ঘোলাটে ধূলিঝড়
সবটুকু গিলে নেয়,
ছিটেফোঁটা আলো, প্লাজমা আর একাকীত্ব।
এবার খোলস ছেড়ে বেরিয়ে এসো অশ্বথামা।


।। অচেতন চৈতন্য।। 

  
প্রতিটাদিন সমুদ্রের দিকে ত্রুমশ এগিয়ে চলে শহর,
ভীষণ গতিতে ছায়া পেরিয়ে  হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আলো,
এগিয়ে ওদিকে বিচ্ছুরিত হয় আপেক্ষিকতা, 
যে দেরি করে এলো,বুঝি তার কাছেই আছে বসন্তের এসরাজ।
জলের সাথে লেগে থাকে তরঙ্গের সুর।
নিদ্রা ও তন্দ্রার মাঝে যে ছুঁয়ে গেল,
তাকে আমি ভোলাই কিভাবে!

।।যা কিছু নেই।।


কিছু তো অনেক কিছু আছে,
তবে আমি ভাবছি, কিছু নেই এমন কতকিছু থাকতে পারে।
ভাবছি, কিভাবে এ পৃথিবী ধীরে ধীরে গলে যাচ্ছে হিমালয়ের মতো।
একটা একটা করে সরে যাচ্ছে যূপকাষ্ঠ,
কান পেতে শোন ডমরুর নিনাদ,
এই হাওয়ার পরতে পরতে যে বৈভব
পৃথিবী তাকে অনেকটা আড়ালে রেখেছে।
মনে তো অনেক কিছু আছে,
তবে আমি ভাবছি, মনে নেই এমন কতকিছু থাকতে পারে।
=========================================

নাম- দেবব্রত দাস
ঠিকানা- ৫ নং ইছলাবাদ, পোঃ-শ্রীপল্লী, বর্ধমান।






জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল