কবিতা: সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: সুনন্দ মন্ডল



কুমারী বৈশাখী

               

বৈশাখী তুমি এখনো কুমারী?
তোমার গর্ভে কখন জন্ম নেবে কালবৈশাখী!
কখন বিশ্ব নমস্কার জানিয়ে আঁচলে জড়িয়ে নেবে?

এস, আর দেরি নয়, 
এস, তুমি যৌবনা হয়ে প্রলয়ের টঙ্কারে।

গর্ভবতী হয়ে জন্ম দাও ধ্বংস মাদল
ঘুচিয়ে দাও হিংসা-বিভেদের মঞ্জরী।

কালোয় কালোয় ভরিয়ে দিও দিনের উজ্জ্বলতা
ডাঙার মাছ হয়ে মানুষের ভয় নৃত্য শুরু হোক!
একবার নতুন সৃষ্টির অপেক্ষায় না হয় মৃত্যুভয়কে আঁকড়ে ধরুক
কালবৈশাখীর গন্ধে কালের সূচনায় নবযৌবনের দূতকে স্বীকার করুক।

বৈশাখী তুমি আর কুমারী হয়ে থেকো না
নতুন প্রজন্মের নেশায় কিছু তো অন্তত ধ্বংস করো!
                         -----------

কাঠিয়া, পাইকর, মুরারই, বীরভূম
৭৩১২১৯

যোগাযোগ: ৮৬৩৭০৬৪০২৯