কবিতা: দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: দুলাল সুর



    পরাধীনতার শৃঙ্খল        

     
দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে
প্রত্যয়ী হৃদয়ে বিভোর মুক্ত স্বাধীনতার স্বপ্নে
মৃত্যুঞ্জয়ী শপথ লয়ে কণ্ঠে স্বদেশী গান
ব্রিটিশদের নির্মম অত্যাচারে জীবন দিয়েছিল বলিদান।

ইতিহাসের পাতায় আছে লেখা অত্যাচারী বর্বরদের সে নিষ্ঠুরতা
তরুণ তাজা প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
দেশমাতৃকা শত সহস্র সন্তানের আত্মবলিদানে আজ মহীয়ান
রইবে বেঁচে প্রতিটি ভারতবাসীর স্মরণে ও মননে চিরকাল।
**************************************

-       দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,                    
কোলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,          
Mobile + Whatsapp – 8777624513.