উপলব্ধিঃ রমলা মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

উপলব্ধিঃ রমলা মুখার্জী



আমার  জীবনের এক সুন্দর উপলব্ধি 



উমার অবসরের দিন ওদের স্কুলে
 অতিথি হয়ে গেলাম ওর বিদায়  সম্বর্দ্ধণায়।সবাই বিষাদবিধুর প্রিয় দিদির বিদায় লগ্নে।উমা তো কেঁদেই সারা।বলতে গিয়েও অনেকেরই গলা ভারি হয়ে এল।    
        ঠিক এক বছর আগে আমি অবসর নিয়েছি।ভেবেছিলাম বোধহয় শেষের কামরায় পৌঁছে গেলাম।আমার সেদিনের পুনরাবৃত্তিই আজকে দেখছি।কিন্তু অবসরের পর আমি নিজেকে নতুন  করে পেলাম।প্রথম ক'দিন খুব কষ্টের মধ্যে কাটালাম।তারপর পাড়ার ছোট্ট ছেলেদের নিয়ে বাংলা সাহিত্য  লেখা,আবৃত্তি,নাটক,গান এসব করতে আরম্ভ করে বুঝলাম বিদ্যাক্ষেত্রের সেই  শেষ কামরা আমাকে নতুন আর একটা রেলগাড়িতে তুলে দিয়েছে।
আমি তাই সেই সভায় বললাম," এক  আনন্দযজ্ঞ থেকে আর এক আনন্দজগতে প্রবেশক্ষণের মাঝে কোনো দুঃখ নয়।" 'শেষ নাহি যে,শেষ কথা কে বলবে' বলে বক্তব্য শেষ করে দেখি উমার মুখে অল্প হাসির আভা।
==================================
ডঃ রমলা মুখার্জী,বৈঁচী,হুগলী,পিন ৭১২১৩৪,