কবিতা: সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়



।। ঠাকুমা ।।


শীত চলে যাওয়া আর বসন্ত শুরুর 
মাঝখানে বৃষ্টি ছাট নিয়ে পাতা ঝরার বেলা,
শীর্ণ ডালপালাওয়ালা জবা গাছটা--
হৃদয়হরণি অপরূপা ঠাকুমার মতো 
বিষন্ন চোখে তাকিয়ে থাকে সংসারের দিকে।
পৌত্তলিকতাময় যে সংসার 
সাপ-নেউলের ভেলকিবাজিতে মজে আছে,
যার ওপর আজও বিছিয়ে আছে সাদা মেঘ-
ঠাকুমার থান কাপড়ের মতো ধবধবে সাদা,
যাতে পাঁচ চোখ না হয়।

আমি আঁচলে ঝুলে থাকা চাবির গোছা,
বৈরাগ্যের সাদা থানে জড়িয়ে থাকা
আমার হারানো শিশুবেলার বুদ্ধু ভুতুম,
বেতাল, দুয়ো রানী সুয়ো রানীর গল্প
খুঁজতে থাকি। ঠাকুমা কি বুঝতে পারল!
তবে পাতা ঝরা গাছের শীর্ণ ডালপালা
মাথা দোলালো কেন!
ঝরাপাতার স্তূপ সরিয়ে কেন উঠে এলো
শব্দের কৌলীন্য-- সবাই ভালো থাকিস।
আমার সারা শরীর জুড়ে কে বুলিয়ে দেয়
ফুলের পাপড়ির মতো কোমল আদর!

পারিজাত গন্ধে আকাশ পূর্ণ হলে দেখি
সমস্ত বৈভব আর পরাবাস্তবতা তুচ্ছ করে,
পুষ্পক রথে চড়ে রাজেন্দ্রানীর মতো 
দীর্ঘাঙ্গী ঠাকুমা, চান্দ্র সরনীর দিকে চলে যায়,
অমঙ্গল হবে ভেবে পিছু ডাকতে পারি না।।

                      / ************ \
SUDIPTA BANDYOPADHYAY.
7P/1, RAM ROAD, SARSUNA,
KOLKATA-700061.
PH - 9432222463.