Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

নিবন্ধঃ রাণা চ্যাটার্জী



                একাকীত্ব

     

একাকীত্ব আজ প্রায় প্রতিটি ঘরে ঘরে,আপন আপন মহিমায় বিরাজমান । আধুনিক জীবন যাত্রার ভিন্নতার সাথে ঘুণপোকার বাসার  মতোই অন্যতম অপ্রতিরোধ্য সঙ্গী হয়ে উঠেছে একাকীত্ব।  বেড়েছে মানুষে মানুষে মোলাকাৎ, হই হুল্লোড় , কত রকমের গেট টুগেদারের আয়োজন আমাদের দৈনন্দিন ব্যস্ততার জীবন পরিসরে, তবুও একাকীত্বের নখর আঁচড় বসাচ্ছে নিজের মতো করে গহন মনের আকাশে , আমাদের  বাহ্যিক আচার-আচরণে ।

আপন মানুষ জনের পাশেই গা ঘেঁষাঘেঁষি করে সংসার জীবন তবু যেনো একটা শূন্যতা ।বড্ড ব্যস্ত জীবনে একাকীত্বের চতুর থাবা । এই একাকীত্ব যাতে না আসে,একে নির্মূল করতে, আমরা নিজেদের ব্যস্ত রাখার কত চেস্টা করি,হটাৎ বেরিয়ে পরি সপ্তাহান্তিক ছুটিতে,একটু ফুরসৎ তো  সুপার মার্কেট ,মল কালচার,আইনক্স,এক্সিভিসনে অবগাহন, দেখনদারি তবুও মুক্তি কই ?

একাকীত্ব তবু আপন খেয়ালে নিজ ভঙ্গিমায় এই দ্রুত গতির মানব জীবনে ঘাপটি মেরে বসে , সময়ে সুজোগে ঠিক মাথা তোলার অপেক্ষায় । এই একাকীত্বের অন্যতম দোসর আবার অবসাদ, তার মোকাবিলাতেও চিন্তার শেষ নেই । ঐ সব থেকে নিজেদের দূরে রাখতে , ভুলতে কতো রকম ভাবে নিজেদের  ব্যস্ত রাখার প্রচেস্টা ।  যে ছেলে বা মেয়েটি সারাদিনের ব্যস্ততা, পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রের চাপের মধ্যে মুখ গুঁজে কাজ করে চলেছে , কত দেশ বিদেশের মানুষের সাথে ইন্টারনেটে কথোপোথন । কিন্তু  যেই মুহূর্তে, সে একদম একাকী হয়ে নিজের সঙ্গ দেয় , অল্পেই অধৈর্য্য হয়ে ওঠে , সময় কাটতে চায় না , এই সব ভাবনার অনুপ্রবেশ ! কেড়ে নেয় ঘুম , একরাশ অবসন্নতা বুকে নিয়ে বাঁচা , অনুভবে যেনো  "আমার দিন কাটে না ,আমার রাত কাটে না ' বিরক্তির  বোঝা।

  কখনো এই , মনের মানুষকে কাছে পেয়ে সব কিছু ভুলে থাকা , হাসি খুশির জগতে পদার্পণ তো  আবার পরক্ষণেই একঘেঁয়েমির করাল ছায়া !  এ যেনো থোড় বড়ি খাড়া , খাড়া বড়ি থোড় জীবন যাত্রা আমাদের ,একাকীত্বের আস্টেপৃষ্ঠের বাঁধনে বন্দি।

এই একঘেঁয়েমি জীবনে মানিয়ে চলতে চলতে কখন যে, আমরা রোবট হয়ে পড়ি খেয়াল থাকে না । লোপ পায় দয়া মায়া , স্নেহ ভালোবাসা নামক অনুঘটকগুলো । কাকে কি বলা উচিত আর কি বলছি , কেমন আচার আচরণই বা করছি সেও উড়ে যায় চিন্তায় বুঁদ হওয়া মাথা থেকে । কেবল একটাই শব্দ মাথায় গেঁথে থাকে লক্ষ্যপূরণ। এর জন্য অনেক কিছু  অ্যাডজাস্ট, কম্প্রোমাইজও করতে হয় । এখন অনেকটা  পুতুল দের মতো আচার আচরণ আমাদের ।  এই বিরাট পৃথিবীর নাট্য মঞ্চে , আমাদের ভুমিকা যেনো সব কিছুই পূর্ব নির্ধারিত । জন্মগ্রহণ আর একটু বড়ো হবার সাথে সাথে , আমরা স্রোতে ভেসে ভেসে চলছি,jeনো  পুতুল খেলা দেখানোর মতো আমরা এক একটা রঙিন পুতুল অদৃশ্য সুতোতে বাঁধা । আজ , পরিমিত হাসি , পরিমিত খাওয়া ,অভ্যাসে রপ্ত মানব কুলের দৈনন্দিন জীবন ধারণ একাকীত্বের ভেলায় চড়ে ।

ছোটো বেলায় সময় সুযোগ পেলেই মামার বাড়ি ছুটতাম গ্রামে । যোগাযোগ , উন্নতি না থাকায় ঘুরপথে ঘুরে রিকসা , বাস, নদীপাড়, হাঁটা ,গরুর গাড়ি আর দাদুর ব্যবস্থাপনায় পাঠানো গরুর গাড়ির ওপর বাঁশের ঘেরা  ছদরিতে দিদিমার গুছিয়ে দেওয়া মুড়কি , নাড়ু খেতে খেতে হই হই করে এক দল ভাগ্না ভাগ্নী পৌঁছে যেতাম , বড়ো স্নেহের পীঠস্থানে ।  সন্ধ্যায় দাদুকে ঘিরে কত আগ্রহ নিয়ে  রূপকথা থেকে ব্যঙ্গমা- ব্যঙ্গমি আরো কতো নীতি গল্প শুনে বিভোর হয়ে ক্লান্ত চোখে ঘুমের আড়স্টতা । একবারও মনে হতো না আজকের বাচ্ছা গুলোর মতো 'এর পর কি করবো , দূর বাবা বোর লাগছে '।এই প্রজন্ম যেনো বড্ড বেশিই অস্থির , একটুও তর সয় না ।

মামাবাড়িতে "ভারি মজা,কিল চড় নাই "পরিবেশে  সকাল শুরু হতো হাঁসের ছোট ঘরটি থেকে কে প্রথম গুনে গুনে ডিম বার করবে  এই তত্পরতা দিয়ে ! তারপর থালায় জল ঢেলে হাঁসেদের জন্য খাবার রেখে তৃপ্তির অপেক্ষা । ওরা খাবার খেয়ে সারিবদ্ধ ভাবে পুকুর অভিমুখে চলে গেলে ,  অদ্ভুত ভালো লাগা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম । আবার বিকালে' চই চই, চই চই' ডাক দিয়ে , কি সুন্দর হাঁসের দলকে পুকুর থেকে তুলে বাড়ি ফেরানো ! একটা দুটো ছাড়া কি বাধ্য তারা , বাধ্য তাদের গতিবিধি ।

বেলা বাড়লে ,রাখাল দাদার সাথে গোয়াল ঘরে তার দৈনন্দিন  কাজের খুঁটি নাটি গল্প , গরুর গলকম্বলে হাত দিয়ে আদর করার অদ্ভুত প্রশান্তি তা ভাষায় প্রকাশ করা যাবে না । পেয়ারা , আম ,জাম , গাব, খেজুর , তাল কতরকমের ফল ঋতু অনুযায়ি গাছ থেকে পেরে দেবার আবদার করে , কতো গ্রাম্য গল্পে গা ভাসানো । কখনো কিন্তু একাকীত্ব শব্দটা মনের মধ্যে আসতো না, আসার অবকাশও ছিলো না তখন  । আজ ছোটো ছোটো বাচ্ছা গুলো একদম মিনি কম্পিউটার । এত টুকু সময় যে,  বসে থাকবে , কিছু ভাববে তা কিন্তু করে না কেবল " ভালো লাগছে না , বোর হচ্ছি "এই সব শব্দ চয়ন !
শৈশবের বিকালের মাঠে কতো রকমের খেলা খেলতাম , খেলা দেখতাম ,কি অপূর্ব সে সব দিন। কত হারিয়ে গেছে সে সব খেলা ,পরিবেশ ও অসুস্থ  আর বিভীষিকাময় । সেই সঙ্গে সময়ের বড়ো অভাবের সঙ্গী ,পিঠের ভারী ব্যাগ আর ইস্কুলের দৈত্যাকার সিলেবাস । জানালার গরাদ ধরে জুল জুল চোখে বাচ্ছা , ফ্লাটের খাঁচা বারান্দা থেকে নিজের লোক জন , গাড়ির গতিময়তা নচেৎ টেলিভিশনে সিনচেন , নবিতা , মোটু পাতলুর চওড়া  মুখের হাসি দেখে বড়ো হয় আর ফাঁকা হলেই একাকীত্বের পিঠে সওয়ার ।

এই তিন দিন হলো বাড়িতে একটা সাধারণ বোতাম সুইচ  মোবাইল এনে রেখেছি , উদ্দেশ্য  মেয়েটা ছোটো তো , ঠিক ঠাক বাড়ি ফিরে ,  আমাদের একটু জানিয়ে দেবে সে ফিরলো কখন। সহধর্মিণী কাল দেখালো আমায় ,মোবাইলের খসড়া ম্যাসেজ লেখার স্থানে আমার নয় বছরে পা  দেওয়া মেয়ে প্রায় সাতাশ টা ম্যাসেজ  লিখে রেখেছে , তা কি লিখেছে শুনুন , নিজেই প্রশ্ন করেছে এক একটা ম্যাসেজে আবার নিজেই আর একজন সত্ত্বা হয়ে মনের মধ্যে  ওর কাল্পনিক ব্ন্ধু সেজে , উত্তরও  লিখেছে প্রতিটা ম্যাসেজের । এটা একটা উদাহরণ মাত্র , অর্থাৎ সময়ের তালে তাল মিলিয়ে একা সন্তান একাকী থেকেও একটা পরিবেশ গড়ে তুলেছে আপন মনের গহনে ।
দেখে খুব খারাপ লাগলেও কিছু করার নেই , খেলবে কার সাথে এই বিছিন্ন দ্বীপের মতো একক পরিবারে ! এই এক সন্তানকেই  ঠিক মতো মানুষ করতে পারবো তো এই আতঙ্কের  ভয়ে এক সন্তান নিতে আগ্রহী আমরা অভিভাবকরা পাড়ি দেই, দাদু-ঠাকুমা ছেড়ে সুযোগ সুবিধা পেতে শহরে। 

আর এই মিনি কম্পিউটার বাচ্ছারাও এই সব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নিজেদের মতো করে ভাবনার জগতকে সাজিয়ে নেয় । ওরা নিজেদের মতো করে থাকে, বড়ো হয় ।  স্কুল থেকে ফিরে একদম ম্যামের অনুকরণে যখন আমার বাচ্ছা, অদৃশ্য ক্লাস বানিয়ে হোয়াইট বোর্ড , চক ডাস্টার নিয়ে রীতিমতো স্টুডেন্ট দের নাম ডেকে পড়া ধরে  ,বোর্ডে পড়া বোঝায় , বা নাচের ক্লাস করে এসে আপন মনে নিজেই নাচের ম্যাম হয়ে নাচ শেখায় , বেশ মজা লাগে , আবার ভাবি এর মধ্যেই বাচ্ছা  তার আনন্দ খুঁজে পেয়েছে ,  নিজেকে ব্যস্ত রেখেছে আর খেলছে  খেলুক পড়া পড়া খেলা,  আর যতদিন  সম্ভব  একাকিত্বকে দূরে সরিয়ে রাখতে পারে,  ততই আখেরে ওরই লাভ ।

আগে যৌথ পরিবারে হই হই করে খেলা , পড়াশোনা ,যৌথ কাজকর্মে কি সুন্দর দিন গুলো কাটতো,  ছেলে মেয়েগুলো মানুষ হয়ে যেতো ঘরের , কাজের মাসিদের ওপর ভরসা করে ,কোলে পিঠে চড়ে ! এখন পরিস্থিতি অনেক আলাদা । ভরসার লোকের অভাব , নানান সমস্যা সর্বত্রই । উপার্জন বেশি তবু দিশেহারা অভিভাবকগণ ।  এক সন্তান কে মানুষ করতেই চিন্তায় অস্থির , ত্রাহি ত্রাহি  রব অন্তরে ।  আবার সন্তানের সঙ্গী হিসাবে ভাই কি বোন কে পৃথিবীর আলো দেখাবে , সে ইচ্ছে বা সাধ থাকলেও মধ্যবিত্ত পরিবারে লোকবলের অভাব, অর্থ সংকট, কাজের মেয়ের ওপর ভরসা করে দিন গুজরান। এক জন সন্তানকেই , এই তীব্র প্রতিযোগিতার  বাজারে ভালো করে মানুষ করতেই জিভ অর্ধেক বেরিয়ে আসার উপক্রম!  সুতরাং একাকীত্ব আছে , থাকবে আগামী প্রজন্মের রন্ধ্রে রন্ধ্রে ছায়ার মতো আর আধুনিক জীবনে একে উপেক্ষা করা কি সাধ্যি !  এই চিন্তা বুকে নিয়েই বাঁচা, আগামীর পথ চলা । সবেধন নীলমনি সন্তান কে , একটা বেস্ট ক্যারিয়ার দেবার ইচ্ছা, চেস্টা বা  লক্ষ্যমাত্রার স্বপ্ন বুকে নিয়ে স্বার্থপরতার মোড়কে একাকীত্ব, অবসাদ নামক  কিছু অতি আধুনিকতার  অলঙ্কার গায়ে চাপানো ।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত