কবিতা: কান্তিলাল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: কান্তিলাল দাস


ফ্ল্যাশ 


নিরীহ শব্দ এই মই
ঘাড়ে করে নিয়ে যাচ্ছি জমির কিনারে
উঁচু নীচু মাটির সমতা ফেরাই
কাজশেষে যেথা সেথা ঠাঁই

নিয়ে যাচ্ছে তাকে বিদ্যুতের কর্মচারী
কেবল টিভির পরিষেবাকারী
রাজমিস্ত্রী সেও
নিয়ে যাচ্ছে দমকল আগুন নেভাতে
বায়ুযানে তুলে দিচ্ছে
ব্যস্ত আর সম্ভ্রান্তের শুরু হোক সুহানা সফর

এমন নিরীহ মই কবে যেন সিঁড়ি হয়ে গেল
পদভার সহ্য করে পড়ে থাকছে চুপ
ওঠে সব উন্নতিকামী
জুতোর ধুলোয় সিঁড়ির মুখ থাকে ম্লান
ওঠে সব গগনবিহারী
সিঁড়ি থাকে অটল অনড়

নিজের ভূমিকা নিয়ে গলা ফাটাচ্ছি জোর
মই সিঁড়ি কি আর করেছে
এসব তুচ্ছ নিয়ে ভাবলেই আবেগপ্রবণ
আবেগ এসেছি ফেলে অতীত সমুদ্রে

কথা যারা বলতে পারে জোর তো তাদের
এই দেখো ভাষণ দিচ্ছি কত
উন্নতির রহস্যের মূল নিয়ে, হাততালি
দেখো জনতার, ফটোগ্রাফার ফ্ল্যাশ ঝলকাচ্ছে
কালকের কাগজ এসব ফলাও ছাপাবে।
................................................................

কান্তিলাল দাস
বেলতলা লেন
(সাধুখাঁ মাঠ)
ডাক : সিঙ্গুর
জেলা : হুগলি