দুটি কবিতা : দিবাকর মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

দুটি কবিতা : দিবাকর মণ্ডল



দরকার


কতটা সত্য আছে, কতটা বিশ্বাস
কতটা প্রলোভন, কতটা আশ্বাস
জেনে নেওয়া দরকার।

ভেতরে রাগ আছে, মুখেতে হাসি
কতটা স্নেহ উজার করে দিতে পারি
মেপে নেওয়া দরকার।

কতটা ব্যাঙ্গ,   পরচর্চা-পরনিন্দা
কতটা সহজ- সরল আমি
বুঝে নেওয়া দরকার।

যেখানে দিন আছে সেখানে রাত
ভালো-মন্দের মাঝে যে কতটা ফারাক
মেপে নেওয়া দরকার।

কতটা পাপ আছে, কতটা পুণ্য
কতটা ধর্ম-অধর্ম কতটা শূন্য
ভেবে দেখা দরকার।



আধুনিক



যে কথা মনে ছিল সে কথা নয়
যে কথা মুখে এল
সেটা বললাম।

যেখানে স্রোত ছিল সেখানে নয়
যেখানে চোরাবালি সেখানে
দাঁড়িয়ে পড়লাম।

যেখানে শাড়ি ছিল সেখানে নয়
জিনস টপ
সেখানে থামলাম।

যেখানে খামে ভরা চিঠি ছিল সেখানে নয়
যেখানে ম্যাসেজ বক্স ইমেলে
সেদিকে দেখলাম।

যেখানে খেলার মাঠ সেখানে নয়
যেখানে সাইবার কাফ
সেখানে গেম খেললাম।

যদিকে শৈশবে ঠাকুমার ঝুলি ছিল সেদিকে নয়
যেদিকে হ্যারিপর্টার
সেদিকে এগিয়ে গেলাম।

যেদিকে সূর্য উঠল সেদিকে নয়
যেদিকে সূর্য ডুবল
সেদিকেই তাকিয়ে থাকলাম।

==================


Dibakar Mondal
C/O- Samir Mondal
Vill- Mathurapur East
P.O.& P.S.-Sonarpur
Kolkata- 700150