মোনালিসা পাহাড়ীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

মোনালিসা পাহাড়ীর কবিতা




বাইস্কোপ



প্রতিটি বৈশাখ আমাকে ফিরিয়ে দেয় শৈশব-
কালবৈশাখীর সাথে পাল্লা দিয়ে আম কুড়োনোর দাপাদাপি,
দুপুর রোদ মাথায় নিয়ে পিয়ারা চুরি,
পুকুর জলে ঘন্টাখানেক ডুব সাঁতার....

এসবের সাথে সাথেই আমাদের ছোট্ট পাড়া জুড়ে
ঠাকুর পুজোর মাতামাতি.....
মালতী টগরের মালায়, চন্দন পরানো আমাদের পরম আরাধ্য রবিঠাকুর,
তাঁর জন্মদিন ঘিরে উৎসব কলরব।
আনাড়ি গলায় গাওয়া হত তাঁর গান ভক্তি ভরে,
সুর করে কেউ কেউ বলতো তাঁর ছড়া,
তাই শুনে হৃদয় ভরাতো একটা অর্ধ নিরক্ষর গ্রাম।

ঐ গ্রামটাই আজ মফস্বল শহরের আদলে
তৈরী করে নিয়েছে নিজেকে,
পাল্টে গেছে স....ব।
তাও প্রতিটি নববর্ষ আমার আদ‍্যান্ত চেনা
গ্রামটির কোলে আমায় নিক্ষিপ্ত করে,

অমনি বাইস্কোপের মতো ছেলেবেলা এসে দাঁড়ায় মণিকোঠায়।


==============

মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর,৭২১৪৫১